‘ব্রহ্মাস্ত্র’-এর শ্যুটিংয়ের সৌজন্যেই আরও কাছাকাছি আসেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।ছবির ফ্লোরেই তাঁদের বন্ধুত্ব পরিণত হয় গভীর ভালবাসার সম্পর্কে।অবশ্য একথা নতুন কিছু নয়।দুজনের ভক্তমাত্রই একথা নিশ্চয় জানেন।কিন্তু জানেন কি, দুজনের সম্পর্কের শুরুর দিকে কি ভেবেছিলেন পরিচালক তথা রণবীর-আলিয়ার বেস্ট ফ্রেন্ড পরিচালক অয়ন মুখোপাধ্যায়?সদ্যই সেই গল্পই শোনালেন ‘ব্রহ্মাস্ত্র’-এর পরিচালক।চোখের সামনেই রণবীর ও আলিয়াকে প্রেমে পড়তে দেখেছেন তিনি।দুজনের বন্ধুত্ব কি ভাবে প্রেমের সম্পর্কে গড়িয়েছে সেই সবকিছুর সাক্ষী তিনি।তবে শুরুর দিকে অয়ন মোটেও চাননি এত তাড়াতাড়ি তারা সম্পর্কে জড়ান।হয়তো আরও আগেই প্রেমে পড়তেন রণবীর-আলিয়া, তবে সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন অয়ন।
অন্য কোন কারণে নয়,শুধুমাত্র তার ড্রিম প্রজেক্ট ‘ব্রহ্মাস্ত্র’-এর জন্যই এমনটা করেছিলেন তিনি।ছবি মুক্তির আগে রণবীর-আলিয়া সম্পর্কে জড়াক,বা একসঙ্গে দুজনে প্রকাশ্যে আসুক এমনটা মোটেও চাননি তিনি।তবে এই প্রসঙ্গে করণ জোহর নিজের মতামতে জানিয়েছেন,এইভাবে ভালোবাসাকে আটকানো যায়না,আর সেটা উচিতও নয়।
অবশ্য কয়েকবছর আগেও যদি ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পেত তাহলে একটা যৌক্তিকতা থাকত।তবে এতবছর ধরে একটা সম্পর্ককে আটকানো বা গোপন রাখা এককথায় অসম্ভব।