এই মুহূর্তে কন্যা ভামিকা সহ বিরুষ্কারা লন্ডনে।অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়ায় নানা মুভির ছবি পোস্ট করেছিলেন বলিউড অভিনেত্রী তথা বিরাট কোহলির পত্নী অনুষ্কা শর্মা। সে সময়ে নায়িকার ম্যাটারনিটি ওয়ারড্রোব নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল চর্চা। এ বার সেই সমস্ত পোশাক বিক্রির সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী অনুষ্কা। অন্তঃসত্ত্বা থাকাকালীন যে-সব পোশাক তিনি পরেছিলেন সেগুলি এ বার অনলাইনে তিনি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন।
নেপথ্যে রয়েছে একেবারেই অন্য এক কারণ। সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এই বিক্রির অর্থ তিনি পাঠাবেন ‘স্নেহা’ নামে এক ফাউন্ডেশনে। কারণ এই ফাউন্ডেশন হবু মায়েদের স্বাস্থ্য নিয়ে কাজ করে।
এক সাক্ষাৎকারে বলিউড নায়িকা বলেছেন, ‘এটা খুব সহজ-সরল পদ্ধতি, যা আমাদের আরও সহৃদয় হতে শেখায়। যে পোশাকের আর দরকার নেই, সেটি যদি আবার সার্কুলার সিস্টেমে ফেলে দেওয়া যায় তাতে পরিবেশ রক্ষার ক্ষেত্রে আরও একধাপ এগোনো যায়। উদাহরণ হিসেবে, যদি শহরের ১ শতাংশ অন্তঃসত্ত্বা নারী নতুন মাতৃত্বকালীন পোশাক কেনার পরিবর্তে পুরনো পোশাক কেনেন, তা হলে খারাপ কী। আমরা প্রত্যেকে সামান্য সচেতন হলেই এই পৃথিবীটা সম্পূর্ণ বদলে যাবে’। সুযোগ পেলেই সমাজের উন্নয়নে, সাধারণ মানুষের পাশে দাঁড়ান অনুষ্কা শর্মা। কখনও করোনা ত্রাণে মোটা অঙ্কের টাকা দান করে এগিয়ে আসেন সাহায্যে। আবার কখনও বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থার সঙ্গে হাত মিলিয়ে কাজ করেন। তবে এ বার এক অভিনব উপায়ে সমাজের পাশে দাঁড়াতে চলেছেন তিনি।
সবাই জানেন, অনুষ্কার এই পোশাকগুলো মোটেই সাধারণ নয়। এগুলো কোনও না কোনও বিখ্যাত ব্র্যান্ডের তৈরি করা কিংবা কোনও বিখ্যাত ডিজাইনারের তৈরি করা। যা চড়া দামেই কিনেছিলেন অনুষ্কা। সেই পোশাকগুলোকেই নিলামে দিয়ে অর্থ উপার্জন করতে চান তিনি।
সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।
দামি পোশাক নিলামে উঠে আরও দামে বিক্রি হবে। আর এই বিক্রির ট্যাক্স সোজা চলে যাবে সরকারের কোষাগারে! শুধু তাই নয়, নিলামে পাওয়া টাকা দিয়ে দেশের জলসংরক্ষণের কাজও করতে চলেছেন অনুষ্কা।