হায়দরাবাদ : শাহরুখ খানের(Shahrukh Khan) পর এবার পুষ্পা(Pushpa) তারকা অল্লু অর্জুনের(Allu Arjun) সঙ্গে জুটি বাঁধতে চলেছেন পরিচালক অ্যাটলি কুমার(Atlee Kumar)।দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে জোর জল্পনা,পুষ্পা ২(Pushpa 2)-র শ্যুটিং শেষ হওয়ার পরই নাকি অ্যাটলি কুমারের ছবির কাজ শুরু করতে চলেছেন দক্ষিণের আইকন স্টার অল্লু অর্জুন।শোনা যাচ্ছে,অল্লু-অ্যাটলি জুটির নতুন ছবিতে নাকি থাকছে ধুন্ধুমার অ্যাকশন।যদিও ছবির গল্প কি হতে চলেছে,সেই নিয়ে মুখ খুলছেন না কেউই।এমনকি ছবিতে অল্লুর নায়িকা কে হতে চলেছেন তাও জানা যাচ্ছে না।তবে খুব শীঘ্রই নাকি নতুন প্রজেক্ট নিয়ে সাক্ষাৎ সারবেন পরিচালক ও অভিনেতা।ইতিমধ্যেই নাকি শাহরুখ খান অভিনীত জওয়ান দেখে ফেলেছেন অল্লু অর্জুন।ছবিটি অভিনেতার দারুণ পছন্দ হয়েছে।এবং ঘনিষ্ঠ মহলে অ্যাটলির তারিফ করে তার সঙ্গে কাজ করার ইচ্ছেপ্রকাশ করছেন।
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে সকলের মুখে মুখে ফিরছে একটাই নাম তিনি পরিচালক অ্যাটলি কুমার।শাহরুখ খানের সঙ্গে হাত মিলিয়ে যিনি জওয়ান-এর মতো অল টাইম ব্লকবাস্টার হিট ফিল্ম উপহার দিয়েছেন দর্শককে।তামিল সুপারস্টার বিজয় তলপতিকে নিয়ে থেরি,মার্শা,বিগিল-এর মতো ছবি তৈরি করেছেন অ্যাটলি কুমার।এবার তিনি জুটি বাঁধতে চলেছেন অল্লু অর্জুনের সঙ্গে।২০২১সালের অন্যতম সফল ছবি পুষ্পা মুক্তি পাওয়ার পর থেকে দারুণ প্রচারে রয়েছেন তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম তারকা।ছবিতে অভিনয়ের জন্য চলতি বছরে সেরা অভিনেতার জাতীয় পুরস্কারও জিতে নিয়েছেন তিনি।বর্তমানে পুষ্পা-দ্য রুল ছবির লাস্ট ল্যাপের শ্যুটিংয়ে ব্যস্ত অল্লু।কিছুদিনের মধ্যেই ছবির ফাইনালি র্যাপ আপ হবে।তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে জোর জল্পনা,পুষ্পা ২-র পরই অ্যাটলি কুমারের সঙ্গে নতুন ছবির শ্যুটিং শুরু করে দেবেন অল্লু অর্জুন।পরিচালক ও অভিনেতা একটি প্যান ইন্ডিয়ান ফিল্মের লক্ষ্যে এগোচ্ছেন বলেই সূত্রের খবর।