কলকাতা: একযুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলেছে ভারত। দুবাইয়ের মাঠে দুর্দান্ত উইকেট কিপিং করেন রাহুল। ফাইনাল ম্যাচে ইউনিং রান তুলে বাজিগর কেএল রাহুল (KL Rahul)। ভারতীয় উইকেটকিপার-ব্যাটার স্বামী বাড়ি ফিরতেই আদুরে ছবি পোস্ট করলেন অন্তঃসত্ত্বা আথিয়া শেট্টি (Athiya Shetty)। প্রথম বেবিবাম্পের ছবি প্রকাশ্যে আনলেন আথিয়া।
আরও পড়ুন: ‘কিলবিল সোসাইটি’র ফার্স্টলুকে বড় চমক!
চ্যাম্পিয়ন্স ট্রফি পর সামনে আবার আইপিএল। ফের বাইশ গজে নামবেন হবে কে এল রাহুল। তার আগে পরিবারের সঙ্গে কাটালেন বিশেষ মুহূর্ত। বাবা হতে চলেছেন রাহুল। মা হতে চলেছেন আথিয়া। স্বামী ঘরে ফেরার পরেই, প্রথম বেবিবাম্পের ছবি প্রকাশ্যে আনলেন আথিয়া। হবু মা আথিয়া যে বর্তমানে চুটিয়ে মাতৃত্ব উপভোগ করছেন, বুধবার তাঁর শেয়ার করা পোস্টেই বেশ বোঝা গেল। ছবিতে আথিয়া বেবিবাম্প আরও স্পষ্ট। আর মাত্র এক মাসের অপেক্ষা। তারপরই ভূমিষ্ঠ হবে রাহুল-আথিয়ার প্রথম সন্তান। তার আগেই সুখী দাম্পত্যের ঝলক প্রকাশ্যে আনলেন হবু মা-বাবা। কখনও স্বামী রাহুলের সঙ্গে বেবিবাম্প আগলে পার্কে হাঁটাছেন, তো কখনও সোফায় আথিয়ার কোলে মাথা রেখে শুয়ে রয়েছেন রাহুল। ক্যাপশনে লেখা- ‘ওহ বেবি!’ ছবি দেখে উচ্ছ্বসিত বলিপাড়ার আরেক হবু মা কিয়ারা আডবাণীও।
অন্য খবর দেখুন
View this post on Instagram