কলকাতা টিভি ওয়েব ডেস্ক : রবিবার মাদককাণ্ডে গ্রেফতার হয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান। এদিন জামিনযোগ্য ধারাতে আরিয়ানকে গ্রেফতার করেছিল এনসিবি। তবে, জামিনযোগ্য ধারাতে গ্রেফতার করলেও জামিন পেলেন না আরিয়ান। আদালত তাঁকে ১ দিনের এনসিবি হেফাজতের নির্দেশ দিয়েছে।
রবিবার আরিয়ান-সহ তাঁর ঘনিষ্ঠ বন্ধু আরবাজ শেঠ মার্চেন্ট এবং দিল্লির ফ্যাশন ডিজাইনার মুনমুন ধামেচাকে গ্রেফতার করা হয়। রবিবার সন্ধ্যায় তাঁদের আদালতে হাজির করা হয়। আদালত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) দাবি করে অভিযুক্তদের জিজ্ঞেসাবাদের প্রয়োজন রয়েছে। তাই দু’দিনের হেফাজত প্রয়োজন। এই বিষয়ে আরিয়ানের আইনজীবী সতীশ মানশিন্ডে বলেন,’তদন্তের কারণে একদিনের হেফাজত নিতে পারেন। কারণ মাদক সেবনের কোনও প্রমাণ পাওয়া যায়নি।’
আদালত এনসিবির দাবি মঞ্জুর করে। সেই মত আদালত আরিয়ান-সহ তাঁর বন্ধুদের আগামী ৪ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতের নির্দেশ দেয়। আগামী ৫ তারিখ তাঁদের পুনরায় আদালতে পেশ করা হবে।
আরও পড়ুন যৌন উত্তেজক ট্যাবলেট, পার্টি-ড্রাগস হোয়াইট ম্যাজিক ছাড়াও আরও কত নিষিদ্ধ মাদক আরিয়ানের হেফাজতে
কর্ডেলিয়া ক্রুজ নামক প্রমোদতরণীতে তিনদিন এক মিউজিক্যাল যাত্রার আয়োজন করা হয়েছিল। পনেরোশো যাত্রী নিয়ে মুম্বই থেকে গোয়া রওনা হয়েছিল ওই বিলাসবহুল প্রমোদতরী। কর্ডেলিয়া ক্রুজে ক্রে’আর্ক নামক ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল ফ্যাশনটিভি ইন্ডিয়া। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড, ফ্যাশন, বাণিজ্যজগতের বিভিন্ন সদস্যরা।
আরিয়ানকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে
আগে থেকে খবর পেয়ে শনিবার সেই বিলাসবহুল প্রমোদতরীতে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ মাদক নিয়ন্ত্রক সংস্থার আধিকারিকরা। সেখান থেকেই শাহরুখ পুত্র আরিয়ান, তাঁর ঘনিষ্ঠ বন্ধু-সহ মোট ৮ জনকে আটক করে এনসিবি। গ্রেফতারের পর রবিবার বিকালে জেজে হাসপাতালে মেডিক্যাল টেস্ট হয় আরিয়ানের।
আরও পড়ুন – শাহরুখ পুত্র আরিয়ান-সহ গ্রেফতার ৩
এরপর রবিবার টানা ৭ ঘণ্টা জেরার পর গ্রেফতার করা হয় শাহরুখ খান ও গৌরী খানের বড় ছেলে আরিয়ান খান এবং তাঁর দুই বন্ধুকে। আরিয়ানের কাছেও মিলেছে নিষিদ্ধ মাদক ও নগদ ১ লক্ষ ৩৩ হাজার টাকা। আরিয়ানের কাছে উদ্ধার হওয়া নিষিদ্ধ মাদকের মধ্যে রয়েছে ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ৫ গ্রাম মেফেড্রোন ও ২২টি এমডিএমএ (একস্ট্যাসি) পিলস।