মুম্বই: বলিউড বাদশা শাহরুখ খান পুত্র বিতর্কিত আরিয়ান ঠিক করেই নিয়েছিলেন বাবার মতো তিনি ক্যামেরার সামনে নয় বরঞ্চ ক্যামেরার পিছনে কাজ করবেন। অভিনেতা হিসেবে তাকে যে দর্শক কখনোই আরিয়ানকে পাবে না সে কথা শাহরুখের মুখ ও বারংবার শোনা গিয়েছিল।
তবুও কিং খানের পুত্র শৈশব থেকেই তারকা। এখন তিনি শুধু শাহরুখপুত্র নন,বলিউডের নতুন পরিচালক হিসেবে তাঁর আবির্ভাব হতে চলেছে। ইতিমধ্যেই একটি বিজ্ঞাপনের কাজ করে ফেলেছেন তিনি। তার নিজেরই পোশাক ব্রান্ডের জন্য। আরিয়ান খান এর প্রথম ওয়েব সিরিজ ‘ষ্টারডম’ এর শুটিং প্রায় শেষের দিকে। জানা যাচ্ছে মুক্তির অনেক আগেই আরিয়ানের এই সিরিজ কার্যত যেন নিলামে উঠেছে। কেউ অফার দিয়েছেন ১২০ কোটির আবার অন্য কোন ওটিটি প্লাটফর্ম দিয়েছেন তার থেকেও বেশি। নতুন পরিচালকদের যখন প্রযোজকদের দরজায় দরজায় ঘুরে বেড়াতে হয় তখন আরিয়ানের সিরিজ মুক্তির আগেই তা কেনার জন্য হুড়োহুড়ি পড়ে গেছে। ‘জুম’ এর রিপোর্টের ভিত্তিতে ই এমন তথ্য প্রকাশ্যে এসেছে।
প্রসঙ্গত, এই সিরিজে নাকি ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খান এবং রণবীর সিংকে। যদিও নিজের সিরিজ নিয়ে এখনো মুখ খোলেননি আরিয়ান। শোনা যাচ্ছে যতক্ষণ পর্যন্ত না পরিচালক আরিয়ান সিরিজটির শেষ করছেন ততক্ষণ পর্যন্ত কোন ওটিপি সংস্থার প্রস্তাব তিনি গ্রহণ করতে নাকি রাজি নন।
অন্যদিকে কারণ জোহরের একটি ছবি পরিচালনার কথা শোনা যাচ্ছিল আরিয়ানের।