গওহর জান এমন একটি নাম যার সঙ্গে ধ্রুপদী সংগীত এর আত্মার সম্পর্ক। ‘মাই নেম ইজ জান’ অর্থাৎ গওহর জানের সত্তায় মনপ্রাণ দিয়ে দিয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায় । দীর্ঘ দেড় বছর তিনি ডুবে ছিলেন সঙ্গীতের অনুশীলনে ৷ অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত ৷ ১৮ সেপ্টেম্বর প্রথম মঞ্চে অর্পিতা অবতীর্ণ হবেন গওহরজানের ভূমিকায় ৷
তারই প্রস্তুতি পর্ব চলছে শহরের একটি মঞ্চে, সেখানে দেখা যাচ্ছে, লং স্কার্ট এবং টপের আটপৌরে বেশে মহড়া দিচ্ছেন অর্পিতা ৷ কখনও তিনি গান গাইছেন ৷ কখনও বোল তুলেছেন কত্থকে ৷ আবার কখনও বলছেন সংলাপ ৷ অর্পিতা জানিয়েছেন, ১ ঘণ্টা ৪৫ মিনিটের নাটকে থাকছে ৮ টি ধ্রুপদী সঙ্গীত ৷ কিছু কত্থক নাচ ৷ সবই তাঁর নিজের পরিবেশন ৷ দর্শক ও নেটিজেনদের শুভেচ্ছা প্রার্থনা করেছেন তিনি ৷
আরও পড়ুন :ঋত্বিক এবার গোয়েন্দা
ছোট থেকেই ধ্রুপদী সংগীতের চর্চা শুরু করেছেন অর্পিতা , তাই গানের ভবনে ফিরে খুবই উৎসাহিত তিনি, এই প্রজেক্টটি দর্শকদের ভালো লাগলে গানকে তিনি আর হারাতে চান না অর্পিতা। তিনি জানালেন, গওহর জান এর গল্প সিনেমার পর্দাতে আসতেই পারে তবে এখন তিনি মঞ্চে গওহর জান এর জীবনের নানা গল্প তুলে ধরবেন লাইভ গান, নাচ ও অভিনয়ের মাধ্যমে। দেখে নিন ভিডিও –