‘ইশকজাদে’ দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন অর্জুন কাপুর। এখন সকলে অর্জুনের চেহারার প্রশংসা করলেও একটা সময় ছিল যখন নিজের চেহারার জন্য রীতিমতো ভুগতে হয়েছিল বনি কাপুরের পুত্রকে।
একটা বয়স অবধি অতিরিক্ত মোটা হওয়ার সমস্যা ছিল অর্জুনের। শুধু ওজন বাড়াই নয়, ছিল শারীরিক অনেক অসুবিধাও। অর্জুনের মতে অতিরিক্ত ওজন নিয়ে চলা তাঁর পক্ষে বেশ কষ্টকর ছিল। বডি ফিটনেস বলতে প্রায় কিছুই ছিল তাঁর। তবে ছবিতে অভিনয় করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই নিজের ওজন নিয়ে সচেতন হন অর্জুন। সেই সময় বিরাট পরিশ্রম করতে হয়েছে তাঁকে।
ভারতীয় ছবিতে অভিনয় করতে গেলে একটা নির্দিষ্ট দৈহিক গঠন তৈরি করতে হয়, তার বাইরে কাউকেই ঠিক হিরো হিসেবে গন্য করে না ফিল্ম ইন্ডাস্ট্রি। তাই অতিরিক্ত ওজন নিয়ে অর্জুনের নায়ক হওয়ার স্ট্রাগলটা ছিল কষ্টকর এক জার্নি। তবে সেই জার্নিতে অর্জুন আজ সফল।
বলি ইন্ডাস্ট্রিতে এখন নিয়মিত মুখ হলেও এখনও কিন্তু নেগেটিভিটি কুড়ে কুড়ে খায় অর্জুন কাপুরকে। কোনও ছবি সে ভাবে সাফল্য না পেলে রীতিমতো ভেঙে পড়েন অর্জুন। ইন্ডাস্ট্রিতে প্রতিদিন যে কঠোর লড়াইয়ের মুখে পড়েন তিনি, তা তাঁকে আরও শক্তিশালী করে।