ওয়েব ডেস্ক: ‘অপারেশন সিঁদুর'(Operation Sndoor) নিয়ে বলিউডের বহু তারকা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। বাহবা জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীকে। এবার বলিউডের জনপ্রিয় বাঙালি গায়ক নীরবতা ভেঙে অন্য ভাষায় প্রতিবাদ জানালেন।
আরও পড়ুন: পথিকৃৎ-এর পরিচালনায় কার বায়োপিকে অভিনয় করবেন জিৎ!
ভারত-পাকিস্তান যুদ্ধের উত্তেজনা বাড়ছে(India-Pakistan tensions)। এর মধ্যেই আবুধাবিতে অরিজিতের আসন্ন লাইভ শোয়েব দিন পিছিয়ে দিলেন তিনি(Arijit Singh postpones Abu Dhabi concert)। অরিজিতের অফিসিয়াল Instagram একাউন্টে একটি বিবৃতি শেয়ার করা হয়েছে। যেখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, আগামী ৯ই মে অনুষ্ঠানটি স্থগিত করা হচ্ছে। শেয়ার করা সেই বিবৃতিতে উদ্যোক্তারা লিখেছেন, ‘প্রিয় ভক্তরা সাম্প্রতিক ঘটনার কারণে আমরা আবুধাবিতে অরিজিৎ সিং এর লাইভ কনসার্টটি স্থগিত করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। যেটি ২০২৫ সালের ৯ই মে তারিখে ইয়াস দ্বীপের ইতিহাদ এরিনায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আপনাদের ধৈর্য সমর্থন এবং বোঝাপড়ার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমরা শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করবো’।
জানানো হয় যে এই অনুষ্ঠানের জন্য কেনা টিকিট গুলো নতুন তারিখের জন্য বৈধ থাকবে। অথবা দর্শকরা চাইলে সম্পন্ন অর্থ ফেরত নিতে পারবেন।- ভালোবাসার সঙ্গে টিম অরিজিত সিং লাইভ।
পহেলগাঁও কাণ্ডে ২৬ জন পর্যটকদের ওপর সন্ত্রাসবাদীদের হামলায় প্রাণ হারিয়েছিলেন।
প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল চেন্নাই শহরে একটি লাইভ অনুষ্ঠান করার কথা ছিল গায়ক অরিজিৎ সিং এর। কিন্তু পাহেলগাঁও কাণ্ডের কথা মাথায় রেখে সেই অনুষ্ঠান বাতিল করেছিলেন তিনি।