কলকাতা: বাংলার গর্ব অরিজিৎ সিং (Arijit Singh)! তাঁর আওয়াজে মুগ্ধ গোটা দুনিয়া। অরিজিতের গলাতে গানই শুধু শোনাই নয়, একেবারে হৃদয় দিয়ে অনুভব করে স্রোতারা। শুধু দেশই নয়, গণ্ডি ছাড়িয়ে বিদেশেও অসংখ্যা অনুরাগী অরিজিৎ সিংয়ের। বাংলাদেশেও অরিজিতের সুরেলা কন্ঠের ফ্যান অজস্র। তবে সেভাবে বাংলাদেশের ছবিতে শোনা যায়নি অরিজিৎ-কন্ঠ। কিন্তু এবার অপেক্ষার অবসান হতে চলেছে। শোনা যাচ্ছে, কোরবানির ইদে মুক্তি পেতে চলা শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’য় ছবিতে অরিজিৎ সিংয়ের গান থাকবে। তবে সেই নিয়ে নির্মাতারা কিছুই নিশ্চিত করেননি।
বাংলাদেশের জনপ্রিয় প্রযোজক তথা ফিল্ম পরিবেশক অনন্য মামুন শনিবার জানিয়েছেন, তাঁর আসন্ন ছবিতে গান গাইতে চলেছেন তাঁর ‘প্রিয় শিল্পী’ অরিজিৎ সিং। তবে, সিনেমার নাম এখনও ঠিক হয়নি। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি এই ছবির নায়িকা নাকি হবেন বলিউডের এক নামী অভিনেত্রী। আগামী ১০ই সেপ্টেম্বর থেকে বেনারসে শুরু ছবির শ্যুটিং। তবে জল্পনা শোনা যাচ্ছে, শাকিবের বিপরীতে নেহা শর্মার দেখা মিলতে পারে। প্রযোজক জানিয়েছেন, বিগত ৬ মাস ধরে গল্প লেখার কাজ চলছে। তবে ভারতের কোন প্রযোজনা সংস্থার সঙ্গে যৌথভাবে এই ছবি নির্মাণ করা হচ্ছে তা স্পষ্ট করেননি। তবে ‘প্রিয়তমা’র কাজ শেষ করলেই শাকিব খানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এই ছবির জন্য চুক্তিবদ্ধ হবেন প্রযোজক।
প্রসঙ্গত, শাকিবের বখরি ইদ রিলিজ ‘প্রিয়তমা’য় নায়িকা হিসাবে থাকছেন জি বাংলার জনপ্রিয় নায়িকা ইধিকা পাল মানে পিলু ধারাবাহিকের রঞ্জা। এর আগে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি ‘শিকারি’ ছবিতে অরিজিতের গানে ঠোঁট মিলিয়েছিলেন শাকিব। ছবিতে মৌলিক রোম্যান্টিক গান ‘আর কোনও কথা না বলে’ ছাড়াও ছিল অরিজিতের কন্ঠে গাওয়া একটি রবীন্দ্রসঙ্গীত ‘মম চিত্তে’ও জনপ্রিয়তা লাভ করেছিল।