কমেডি হোক বা সিরিয়াস অভিনয়, বরুণ ধাওয়ান মুগ্ধ করেন বারবার। অভিনয়ের পাশাপাশি জীবনকেও রীতিমতো গুরুত্ব দিয়েই দেখেন বরুণ। বহুদিনের বান্ধবী নাতাশা দালালের সঙ্গে বিয়ের পর পরই শ্যুটিং নিয়েই ব্যস্ত ছিলেন বরুণ। তবে এবার সময় মেলায় নাতাশার সঙ্গে ছুটিতে গেছেন বরুণ। কয়েকদিন আগেই মুম্বই এয়ারপোর্টে দেখা মিলেছিল লাভবার্ডের। তখনই তাঁদের ভেকেশন মুড নিয়ে শুরু হয় জল্পনা!
আরও পড়ুন : জাভেদ- শাবানার বন্ধুত্ব
অনেকেই ভেবেছিলেন মলদ্বীপ গিয়েছেন বরুণ- নাতাশা। সদ্যই ইনস্টা স্টোরিতে ছুটির মেজাজের ছবি শেয়ার করেছেন বরুণ। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জানিয়েছেন তাঁরা মোটেই মলদ্বীপে নেই। তবে কোথায় আছেন তাও মোটেই জানাননি ডেভিড- পুত্র! এতে যে বরুণ- নাতাশাকে নিয়ে নেটিজেনের কৌতূহল বেড়েছে তা বলাই বাহুল্য। ঠিক কোথায় গেছেন তাঁরা জানতে আর তর সইছে না নেটিজেনের!
কয়েক দিন আগেই অবশ্য সারা আলি খান, অনন্যা পাণ্ডের সঙ্গে মলদ্বীপ ঘুরে এসেছেন বরুণ- নাতাশা। কাজেই এবার যে তাঁরা অন্য কোথাও গিয়েছেন তা আন্দাজ করাই যায়। যেখানেই যান বরুণ যে নাতাশার প্রেমেই আজকাল মজে আছেন তা কিন্তু তাঁর সোশ্যাল সাইটে চোখ রাখলেই মালুম হচ্ছে!
আরও পড়ুন : রাজ-ডিকের ওয়েব সিরিজে বরুণ