কপিল শর্মা শো এর নতুন সিজন শুরু হতে চলেছে এই খবর তো আগেই সবাই জেনে গেছে। তবে নতুন সিজনে অর্চনা পুরন সিং থাকছেন কিনা সেই ধোঁয়াসা তৈরি হয়েছিল। এমনিতেই কপিল শর্মা শো এর সদস্যদের নিয়ে বিবাদ সব সময়ই খবরের শিরোনামে থাকে। এর আগে সিংহকে সরিয়ে সেই জায়গাতে অর্চনা পুরন সিংকে আনা হয়। তাই নতুন সিজনে সিধু ফিরে আসতে পারে অথবা অর্জনের জায়গাতে নতুন কেউ আসতে পারে এমনই গুঞ্জন ছিল বলি পাড়ায়।
তবে রবিবার কপিল শর্মা নিজের ইনস্টাগ্রামের পাতায় এই শোএর নতুন সিজনের ট্রেলার শেয়ার করেন। প্রথম দিকে শোএর সব সদস্যকে দেখা গেলেও অর্জনের দেখা মেলেনি, তবে ট্রেলার এর শেষে গ্র্যান্ড এন্ট্রি নিতে দেখা যায়। এই ট্রেলার দেখে কপিল শর্মা শোএর ফ্যানরা নিশ্চিত হল। এই ট্রেলারে সকলে সদস্যরা যে ভ্যাকসিন এর দুটৌ ডোজ পেয়েছেন সে কথা জানালেন এবং সকলকে ভ্যাকসিন নিতে বার্তা দিলেন কপিল শর্মা।