নেটফ্লিক্সে আসছে ওয়েব সিরিজ ‘আরণ্যক’।আজও আমাদের ‘আরণ্যক’ শুনলেই মনে পড়ে যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত উপন্যাসের কথা।না,এই সিরিজ সেই সত্যচরণের সেই চিরন্তন অরণ্য ভ্রমণবৃত্তান্ত নয়,আদ্যোপান্থ টানটান থ্রিলার।সদ্যই মুক্তি পেয়েছে ওয়েব সিরিজের টিজার।মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রবিনা ট্যান্ডন, আশুতোষ রানা,জাকির হুসেন এবং পরমব্রত চট্টোপাধ্যায়।রয়েছেন ইন্দ্রণীল সেনগুপ্তও।পাহাড়ে জঙ্গলের মধ্যে অজ্ঞাত কোন কারণে মারা যান একের পর এক গ্রামবাসী।সেই রহস্যের কিনারা করতে আসেন একদল পুলিশ অফিসার।তারপর কি হল সেই নিয়েই এগিয়েছে আরণ্যকের প্রথম সিজনের গল্প।আগামী ১০ডিসেম্বর থেকে শুরু হবে সিরিজের ওটিটি স্ট্রিমিং।