মুম্বই : দ্য নান ২(The Nun 2) ভার্সেস জওয়ান(Jawan)-এর পর এবার ডিসেম্বরের বক্স অফিস(Box Office) যুদ্ধে শাহরুখের ডাঙ্কি(Dunki)-র মুখোমুখি অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম(Aquaman And The Lost Kingdom)।সদ্যই মুক্তি পেয়েছে ওয়ার্নার ব্রাদার্স(Warner Bros.) প্রযোজিত ডিসির(DC) নতুন ছবির টিজার(Teaser)।তাতেই নির্মাতারা জানিয়েছেন ২০ ডিসেম্বর ভারতে মুক্তি পাবে অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম।ঠিক তার দুদিন পরই সিনেমাহলে মুক্তি পেতে চলেছে রাজকুমার হিরানি(Rajkumar Hirani) পরিচালিত শাহরুখ খানের(Shahrukh Khan) ছবি ডাঙ্কি।সম্প্রতি জওয়ান-এর সঙ্গে একইসঙ্গে মুক্তি পেয়েছে হলিউডের ভূতের ছবি দ্য নান ২।কিন্তু জওয়ান-এর দাপটে ওয়ার্নার ব্রাদার্স প্রযোজিত ছবিটি মোটেও পর্যাপ্ত হল পায়নি। ভারতীয় বক্স অফিসের নিরিখে জওয়ান-এর থেকে বহু যোজন পিছিয়ে রয়েছে দ্য নান ২।আরও একবার হলিউডকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চলেছেন বলিউড বাদশা।ডাঙ্কি-র আগেই সিনেমাহলে আসছে অ্যাকুয়াম্যান সিরিজের নতুন ছবি।ডিসেম্বরের ক্রিসমাসের(Christmas) মরসুমে বক্সঅফিসে হলিউড ভার্সেস বলিউড লড়াই যে রীতিমতো জমজমাট হতে চলেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।
সম্প্রতি একই সঙ্গে সিনেমাহলে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ছবি জওয়ান ও ওয়ার্নার ব্রাদার্স প্রযোজিত হরর ফিল্ম দ্য নান ২।জওয়ান নিয়ে সিনেপ্রেমীদের আগ্রহ রয়েছে তুঙ্গে যে কারণে,যথেষ্ট পরিমানে সিঙ্গল স্ক্রিনে মুক্তি পায়নি দ্য নান ২।মাল্টিপ্লেক্সের অবস্থাও তথৈবচ।পর্যাপ্ত শো পেতে ব্যর্থ হয়েছে দ্য নান ২।যা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন ওয়ার্নার ব্রাদার্স।জওয়ান-এর দাপটে দ্য নান ২ যে ভারতীয় বক্স অফিসে মোটেও ভাল ব্যবসা করছে না তা বলার অপেক্ষা রাখে না।তৃতীয় দিনেই শাহরুখের নতুন ছবির রোজগার ৩৮৬কোটি টাকা।রবিবারই ৫০০ কোটির ক্লাবে জায়গা করে নেবে জওয়ান,এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
ডিসেম্বরে আরও একবার ওয়ার্নার ব্রাদার্সের ছবির মুখোমুখি হতে চলেছেন কিং খান।কারণ, ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রাজকুমার হিরানির ছবি ডাঙ্কি।যে ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন তাপসী পান্নু,ভিকি কৌশল,বোমান ইরানি,সতীশ শাহরা।জওয়ান-এর চুড়ান্ত সাফল্যের পর ডাঙ্কি নিয়েও যে দর্শকদের দারুণ প্রত্যাশা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।সিনেমাহলে ছবি দেখার অপেক্ষায় দিন গুণছেন সিনেপ্রেমীরা।জওয়ান-এর রেকর্ডও ভেঙে দিতে পারে ডাঙ্কি।এমনটাও মনে করা হচ্ছে।তবে ডাঙ্কি-র পথের কাঁটা হতে চলেছে অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম।২০ডিসেম্বর ছবিটি ভারতে মুক্তি পাবে বলেই জানানো হয়েছে সম্প্রতি প্রকাশ্যে আসা টিজারে। জেমস ওয়ানের পরিচালনায় ছবিতে দেখা যাবে জ্যাসন মোমো,অ্যাম্বর হার্ড,এমিলি ক্লার্ক ছাড়াও আরও অনেককে।২০১৮সালে মুক্তি পেয়েছিল দ্য অ্যাকুয়াম্যান।ছবিটি বক্সঅফিসে যথেষ্ঠ ভাল ব্যবসা করেছিল।তাই অ্যকুয়াম্যান ২ও ভাল ব্যবসা করবে বলেই অনুমান বিশেষজ্ঞরা।যদিও বিশ্বজুড়ে ভাল ব্যবসা করলেও ডাঙ্কি-র দাপটে ভারতীয় বক্সঅফিসে মোটেও দাঁত ফোটাতে পারবে না অ্যাকুয়াম্যান সিরিজের নতুন ছবি মত বিশেষজ্ঞদের।