কলকাতা: বেশকিছুদিন ধরেই রয়েছেন অরুণাচলপ্রদেশে (Arunachal Pradesh) রয়েছে মধুমিতা সরকার (Madhumita Sarkar)। সেখানে শুটিংয়ের জন্য গিয়েছিলেন টলিউড অভিনেত্রী মধুমিতা। শিলাদিত্য মৌলিকের ছবি ‘কে প্রথম কাছে এসেছি’র শুটিং চলছিল সেখানে। এই সিনেমাতে মধুমিতা ছাড়াও রয়েছেন টলিউড অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় এবং দর্শনা বণিকও।
কিন্তু শ্যুটিংয়ের মাঝে সুযোগ পেলেই ঘুরে বেড়াচ্ছেন তিনি। সেখানকার পাহাড়ি রাজ্যের গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। ক্যামেরাবন্দি করছেন সেই সব মূহুর্ত। এদিকে আবার কখনও তাঁকে দেখা যাচ্ছে শট দেওয়ার ফাঁকেই নিজেই রং আর ব্রাশ হাতে নিয়ে সেট রং করছেন। কখনও আবার সেটের প্রপস তৈরি করতেও দেখা গিয়েছে মধুমিতাকে। সেই সব কাজের ভিডিও মনের আনন্দে নিজেই শেয়ার করেছেন মধুমিতা।
View this post on Instagram
আরও পড়ুন: পুত্র সন্তানের বাবা হলেন জসপ্রীত বুমরা, ছেলের নাম কী জানেন?
মধুমিতার শেয়ার করা ভিডিও দেখে অনুরাগীরাও প্রশংসায় পঞ্চমুখ। শুটিং করার পাশাপাশি তিনি শুটিং সেটে কাজ করেছেন। এছাড়াও চুটিয়ে অরুণাচলের পাহাড়ি গ্রামে এবং পাহাড়ে ঘুরে ফিরে বেড়াতেও দেখা গিয়েছে মধুমিতাকে। এদিকে সেখানকার এক মন্দিরেও পুজো দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, অভিনেত্রী যে ঘুরতে বেশ ভালবাসেন, তা অনুরাগীদের সকলেরই জানা। তাই শুটের ফাঁকে স্থানীয় জায়গাগুলিও ঘুরে নিয়েছেন।