কলকাতা : ‘চিনি ২’ ছবির প্রচারে সম্প্রতি শরৎ বোস রোডের একটি নামজাদা ইলেকট্রনিক্স বিপণন আউটলেটে এসেছিলেন ছবির দুই অভিনেত্রী অপরাজিতা আঢ্য এবং মধুমিতা সরকার। এছাড়াও ছিলেন ছবির এক অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়। অভিনেত্রী অপরাজিতা সাংবাদিকদের কাছে আশা প্রকাশ করেন, ” চিনি’র চেয়েও বেশি সাফল্য পাবে ‘চিনি ২'”।
একইসঙ্গে এদিন সন্ধ্যায় উল্লেখিত ইলেকট্রনিক্স বিপণন আউটলেটের নবম বার্ষিকী উদযাপিত হল। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। এদিন একটি নতুন ৫৫ ইঞ্চি উচ্চ রেজিলিউশনের স্মার্ট টিভি উন্মোচন হল। এ বিশেষ টিভিটি ‘চিনি ২’ ছবিতে ব্যবহার করা হয়েছে।এই ছবিটিও পরিচালনা করেছেন মৈনাক ভৌমিক। এসভিএফ প্রযোজিত এই ছবি আগামি ১১ অগাস্ট ছবিটি হলে মুক্তি পাবে ।