মুম্বই : দীর্ঘ পাঁচ বছর পর অ্যাটলি কুমারের(Atlee Kumar) অ্যাকশন ফিল্মে জুটি বাঁধছেন বরুণ ধাওয়ান ও অনুষ্কা শর্মা(Varun Dhawan & Anushka Sharma)। গতবছরই জানা গিয়েছিল,শাহরুখের(Shahrukh Khan) ছবি জওয়ান(Jawan)-এর পর বিজয় তলপতি(Vijay Thalapathy) অভিনীত তামিল ফিল্ম থেরি(Theri)-র হিন্দি রিমেক(Hindi Remake) করবেন অ্যাটলি।যে ছবি পরিচালকের দ্বিতীয় বলিউড ফিল্ম হতে চেলছে। ধুন্ধুমার এই অ্যাকশন ফিল্মে যে বরুণ ধাওয়ানই অভিনয় করবেন এমনটা কারোরই অজানা নেই।কিছুদিন আগেই খবর মিলেছে,ছবিতে বরুণের বিপরীতে দেখা যাবে দুই নায়িকাকে।যাঁদের মধ্যে একজন হতে চলেছেন জাহ্নবী কাপুর(Janhavi Kapoor)।অ্যাটলি-বরুণের অ্যাকশন ফিল্ম নিয়ে সদ্যই মিলেছে লেটেস্ট আপডেট।শোনা যাচ্ছে,ছবিতে দ্বিতীয় নায়িকার চরিত্রে অভিনয় করতে চলেছেন অনুষ্কা শর্মা।২০১৮ সালে পরিচালক শরৎ কাতারিয়ার(Sharat Katariya) সুই ধাগা ছবিতে বরুণের নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন অনুষ্কা।দেখা গিয়েছিল রঘুবীর যাদব ছাড়াও আরও অনেককে। ছবিতে দারুণ নজর কেড়েছিল মৌজি-মমতা ওরফে বরুণ-অনুষ্কা জুটি।
সুই ধাগা-র পাঁচ বছর পর আরও একবার একসঙ্গে দেখা যাবে বরুণ ধাওয়ান ও অনুষ্কা শর্মাকে।সদ্যই বরুণ ধাওয়ান জানিয়েছেন,খুব শীঘ্রই নাকি শেষ হয়ে যাবে ওয়েব সিরিজ সিটাডেল-এর শ্যুটিং।বলিপাড়া সূত্রে খবর,বরুণের সিটাডেল পর্ব মিটলেই নতুন ছবির শ্যুটিংয়ের তোড়জোড় শুরু করে দেবেন অ্যাটলি কুমার।সম্ভবত অগস্টে ছবির শ্যুটিং শুরু হবে বলেই সূত্রের খবর।