বছরের শেষদিনে মিলল দারুণ সুখবর।খুব শীঘ্রই রূপোলি পর্দায় ফিরতে চলেছেন অনুষ্কা শর্মা।সন্তানসম্ভবা হওয়ার পরই শ্যুটিং থেকে ছুটি নিয়েছিলেন ‘পরি’-র অভিনেত্রী। তবে মেয়ে ভমিকা এখন একটু হলেও বড় হয়েছে।সেই কারণেই শ্যুটিংয়ে ফিরতে চান অনুষ্কা শর্মা।শাহরুখ খান অভিনীত আনন্দ এল রাইয়ের ছবি ‘জিরো’-তে শেষবার নায়িকার ভূমিকায় নজর কেড়েছিলেন তিনি।তারপর থেকে আর সেইভাবে ছবিতে দেখা যায়নি অনুষ্কাকে।শোনা যাচ্ছে,নায়িকার পকেটে রয়েছে তিন তিনটি বিগ প্রজেক্ট।তারমধ্যে দুটি ছবি তৈরি হতে চলেছে বড়পর্দার জন্য।এখানেই শেষ নয়,এবার নাকি ওটিটিতেও পা রাখতে চলেছেন অনুষ্কা শর্মা।তবে ওয়েব সিরিজ নয়,একটি ওয়েব ফিল্মে কাজ করবেন তিনি।
সূত্রের খবর,অনুষ্কার ওয়েব ডেবিউ ফিল্ম নাকি হতে চলেছে এককথায় বিগবাজেট।ওটিটির জন্য এত বড় মাপের ছবি আগে কোনওদিন তৈরি হয়নি বলিউডে।নতুন বছরের শুরুর দিকেই অনুষ্কার ওয়েব ডেবিউ মুভি নিয়ে বড় খবর আসতে চলেছে।