ওয়েবডেস্ক: বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher) ও হলিউড (Hollywood) কিংবদন্তী রবার্ট ডি নিরো (Robert De Niro) এক ফ্রেমে বন্দি হলেন। ৭৮তম কান ফিল্ম ফেস্টিভ্যালে (Cannes Film Festival) এই দৃশ্য দেখা গেল। ‘সিলভার লাইনিং প্লেবুকে’ দুই কিংবন্তী অভিনেতাকে এক সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল। অনুপম কানে তাঁর সিনেমা ‘তনভি দ্য গ্রেট’-এর ওয়র্ল্ড প্রিমিয়ারের জন্য গিয়েছেন। বলিউড অভিনেতা ডি নিরোকে ওই ফিল্মের বিষয়ে জানান তিনি। ওই সিনেমায় ডেবিউ করা অভিনেত্রী শুভাঙ্গীকে পরিচয় করিয়ে দেন নিরোর সঙ্গে। ওই সিনেমায় লিড রোলে অভিনয় করছেন শুভাঙ্গী। রবার্ট নিরোকে এবার কান ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে।
কিছু দিন আগে অনুপম খের ডি নিরোকে ওই পুরস্কারের জন্য অভিনন্দন জানান। সেখানে কান ফিল্ম ফেস্টিভ্যালে ওই পুরস্কার পাওয়ার জন্য নিরোকে প্রশংসায় ভরিয়ে দেন। তিনি নিরোকে অভিনয়ের ভগবানতুল্য বলে বর্ণনা করেন। লেখেন, আপনার সঙ্গে স্ক্রিন শেয়ার করা আমার সৌভাগ্যের। বছরের পর বছর ধরে অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ। ভালোবাসা ও প্রার্থনা। দ্য হুইসপার ম্যান সিনেমায় অভিনয় করেছেন নিরো। এটিই তাঁর আগামী প্রজেক্ট।
আরও পড়ুন: শাহরুখের সঙ্গে অনিল-জ্যাকি, ফিরছে ‘ত্রিমূর্তি’র জাদু
দেখুন অন্য খবর: