শুক্রবার মুক্তির পর বক্সঅফিসে মোটামুটি ভালোই সারা ফেলল সলমন খানের নতুন ছবি ‘অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ’।প্রথম দিনেই অন্তিম-এর বক্সঅফিস কালেকশন প্রায় সাড়ে চার কোটির মতো।যদিও সলমনের ছবির প্রথম দিনের রোজগার হিসেবে অঙ্কটা মোটেও চমকপ্রদ নয়।কারণ বারবার বক্সঅফিসে নতুন রেকর্ড তৈরি করে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন ভাইজান।তবে করোনাকালের কঠিন সময়ের পরে সলমনের ভক্তদের জন্য ‘অন্তিম’ একটি গুরুত্বপূর্ণ ছবি তো বটেই।
চলতি বছরে করোনা কালে ইদের সময় মুক্তি পেয়েছিল সলমনের আগের ছবি ‘রাধে ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’।করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে গোটা দেশ জুড়ে তখন বন্ধ বড়পর্দায় ছবি প্রদর্শন।কাজেই ওটিটি প্ল্যাটফর্মকেই ‘রাধে’ প্রদর্শনের মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন সল্লুমিঞা।তবে ‘রাধে’-র রিভিউ কিন্তু মোটেও আশাজনক ছিল না। ছবি যেমন দর্শকদের পছন্দ হয়নি,ঠিক তেমনই ভক্তদের মন জয় করতে ব্যর্থ হয়েছিলেন ভাইজান।পরবর্তীকালে গুটিকয়েক সিনেমা হলে প্রভুদেবা পরিচালিত এই ছবি মুক্তি পেলে সেখানেও ডাহা ফেল করেছিল ‘রাধে’।
অবশ্য,’অন্তিম-দ্য ফাইনাল ট্রুথ’-এ ভক্তদের প্রত্যাশা অনেকটাই পূরণ করেছেন শিখ পুলিশ অফিসার ‘রাজভীর সিং’।তাঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পর্দায় টক্কর দিয়েছেন গ্যাংস্টার রাহুলিয়া ওরফে আয়ুশ শর্মাও।আলাদা করে নজর কেড়েছেন বাংলার অভিনেতা যিশু সেনগুপ্তও।
সলমনের নতুন ছবির মুক্তি মানেই ভক্তদের কাছে সেটা যে একটা উৎসবের দিন সেকথা বোধহয় আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।হইহই করে বড়পর্দায় প্রিয় অভিনেতার ছবি দেখতে গিয়েছেন সলমন ভক্তরা।এমন মুম্বইয়ের একটি মাল্টিপ্লেক্সে ধরা পড়ল সেই পুরনো চেনা ছবি।সেই ভিডিওই শেয়ার করা হল সলমনের প্রযোজনা সংস্থার তরফে।শো শেষে ভক্তদের সঙ্গে সেলিব্রেশনে সামিল হতে আয়ুশ শর্মাকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন ভাইজান।‘অন্তিম দ্য ফাইনাল ট্রুথ’ দেখে দর্শকরা যে দারুণ খুশি সেটা কিন্তু তাঁদের প্রতিক্রিয়ায় বলে দিচ্ছে।ফার্স্ট উইকেন্ডের বক্সঅফিসে কেমন ফল করে ‘অন্তিম’ এখন সেটাই দেখার।
View this post on Instagram