টলিউড ইন্ডাস্ট্রিতে দেব(Dev) এবং রুক্মিণীর(Rukmini) সম্পর্কের(Relationship) কথা প্রায় সকলেই জানে। বেশ কয়েক বছর ধরেই তাঁরা সম্পর্কে রয়েছেন। অবশ্য প্রকাশ্যে দুজনের কেউই এই সম্পর্কের কথা স্বীকার করেন না।
এবার দেবের সামনেই রুক্মিণীকে বিয়ের প্রস্তাব দিলেন অন্য একজন। আর তা শুনে দেবের কি প্রতিক্রিয়া হলো!
‘ডান্স ডান্স জুনিয়র'(Dance Dance Junior)-এর মঞ্চে দেব ও রুক্মিণীকে একসাথে দেখা যাচ্ছে। সেই মঞ্চেই এবার অভিনেতার সামনে রুক্মিণীকে বিয়ের প্রস্তাব দিলেন অন্য কেউ। এই কথা শুনেই হকচকিয়ে যান দেব। কিন্তু এই সাহস কর হল? কে দেবের সামনেই রুক্মিণীকে বিয়ের কথা বলতে পারে? সেই আর কেউ নেই। সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ ফুগলা। তার শখ, সে নাকি দেবের বউকে বিয়ে করবে। এই কথা শুনেই দেব বলেন, “আমি রংবাজ, আমার বউকে কী করে বিয়ে করতে চাইলে?”
সবটাই আসলে হয়েছে মজার ছলে। এই কথা শুনেই চোখ মুখ লাল হয়ে যায় রুক্মিণীর। এর পর অবশ্য ‘পাগলু ডান্স’ গানের তালে খুদেদের সঙ্গে বেশ মজাও করেন দেব।