উত্তর কলকাতার এক বোনেদি বাড়িতে বসেছে বিয়ের আসর। তখনও অবশ্য ছাদনা তলায় এসে পৌঁছায়নি বর কোনে। তবে আর কিছুক্ষণের মধ্যেই শুরুহবে বিয়ের আসর। পাত্র পাত্রী অভিনেতা অঙ্কুশ- ঐন্দ্রিলা। অবশেষে তাঁদের ‘লাভ ম্যারেজ’ হতে চলেছ। তবে বাস্তবে নয় ,সিনেমার পর্দায়।
বাংলা ভাষায় এখন কমেডি ছবির আকাল। তবে দর্শকদের মন ভালো করতে খুব শীঘ্রই আসতে চলেছে নতুন কমেডি ছবি ‘লাভ ম্যারেজ ‘। এই ছবির শ্যুটিং চলছে উত্তর কলকাতায়। পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী।
রিয়েল লাইফে অঙ্কুশ ঐন্দ্রিলার প্রেমের খবর সকলেরই জানা। খুব শীঘ্রই চার হাত এক হবার কথাও জানিয়েছেন অঙ্কুশ। বছরের শুরুতে নতুন ফ্ল্যাট কিনেছেন। আপাতত সেখানে একসাথেই থাকছেন। আর এবার দিলেন ‘লাভ ম্যারেজ’র সুখবর, তবে আপাতত সিনেমার পর্দাতে
অঙ্কুশ আর ঐন্দ্রিলার ‘লাভ ম্যারেজ’ । নতুন ছবিতে দেখা মিলবে এই জুটির। সঙ্গে থাকবেন রঞ্জিত মল্লিক ও আপরাজিতা আঢ্য। কমেডির মোড়কে খুব সুন্দর পারিবারিক ছবি হতে চলেছে ‘লাভ ম্যারেজ ‘।
ছবির শ্যুটিংয়ের ফাঁকেই অঙ্কুশ জানিয়েছেন, বিয়ে অনেকবার করেছেন অন্য ছবিতে তবে ঐন্দ্রিলার সঙ্গে বিয়ের শ্যুটিং এই প্রথম। তিনি আরও বলেন প্রবিন অভিনেতা রঞ্জিত মল্লিক এর সঙ্গে কাজের অভিজ্ঞতাও দারুণ।
অভিনেতা রঞ্জিত মল্লিক জানান কমেডি ছবি করতে তিনি খুবই ভালোবাসেন, বিশেষ করে চিত্রনাট্যকার ও পরিচালক যখন ভালো কাজ করেন, দর্শকদের এমনই ভালো লাগবে। ছবির কমেডি দেখে কাতুকুতু দিয়ে হাসাতে হবেনা। সব মিলিয়ে শ্যুটিংয়ে ফিরে খুবই আনন্দিত রঞ্জিত মল্লিক। অন্যদিকে বিয়ে বাড়ির সাজে সেজে তৈরি অপরাজিতা আঢ্য। সব মিলিয়ে বিয়ে বাড়ির পর্ব শ্যুটিং চলছে হইহই করে।