ডান্স রিয়ালিটি শো থেকে বিরতি নিয়ে অঙ্কুশ এখন পুরোদস্তুর ‘মন খারাপ ‘ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত।তবে শ্যুটিংয়ের মাঝে এমন কী হল নায়কের। নিজের ইনস্টাগ্রামের পাতায় ছোট বেলার প্রেম না ভোলার আবেদন করছে গানের সুরে। নেটিজেনরাও অনেকে চিন্তিত হয়ে পড়েছে নায়কের এই বার্তায়। অনেকেই ভাবছেন তাহলে বান্ধবী ঐন্দ্রিলার সঙ্গে কিছু মনোমালিন্য হয়েছে কি? তবে অঙ্কুশের ফ্যানরা জানে অঙ্কুশ খুব মজার মানুষ, মাঝে মধ্যেই এই রকম মজার ভিডিও আপলোড করেন নিজের সোশ্যাল মিডিয়ায়। তবে বান্ধবীর সঙ্গে মনোমালিন্য হলেও এই বার্তা শোনার পর ঐন্দ্রিলা নিশ্চিত আর রাগ করে থাকতে পারবেন না।
এই অতিমারীর সময়ে সকলেরই মন খারাপ, তাই এই মজার ভিডিও দিয়েই দর্শকদের মন ভালো রাখেন অঙ্কুশ।প্রসঙ্গত পরিচালক পাভেলের পরিচালনায় ‘মন খারাপ ‘ ছবির শ্যুটিংয়ের কাজে ব্যস্ত তিনি।এই অতিমারী আবহে চারপাশের অনেকেই মানসিক সমস্যায় ভুগছেন। কেউ মন খুলে কথা বলতে পারছেন না, কারও আবার মন খারাপ থেকে অবসাদ, হতাশা জন্ম নিয়েছে। এবার সেই বিষয়বস্তুকেই পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক পাভেল। সঙ্গী অঙ্কুশ।
‘মন খারাপ’ ছবিতে এক সাইকোলজিস্টের ভূমিকায় দেখা যাবে তাঁকে। মুখ্য চরিত্রে তিনি।এই ছবিতে তাঁর কাছেই নানা মানসিক সমস্যা নিয়ে আসছেন অপরাজিতা আঢ্য। এরা ছাড়াও এই ছবিতে কৌশিক সেন ঋদ্ধি সেন , বিদিপ্তা চক্রবর্তী প্রমুখ। আগামী অক্টোবরেই মুক্তি পেতে পারে এই ছবি।আপাতত শ্যুটিংয়ের ফাঁকে কিছুটা মজা করে নিচ্ছেন অঙ্কুশ নিজের ও ফ্যানদের মন ভালো রাখতে।