কলকাতা: গত মাসে অর্থাৎ ১৬ মে বড় পর্দায় মুক্তি পেয়েছিল একেন বাবু অর্থাৎ অনির্বাণ চক্রবর্তীর(Anirban Chakrabarti) সর্বশেষ ছবি ‘বেনারসে বিভীষিকা'(“The Eken: Benaras E Bibhishika”)। এবার সেই ছবি ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে।
প্রসঙ্গত, ফেলুদা ব্যোমকেশের পর এই মুহূর্তে বাঙালির কাছে সবচেয়ে প্রিয় গোয়েন্দা একেন বাবু। কমেডি কমেডি সেন্স এবং বুদ্ধিদীপ্ততা আর সেই সঙ্গে রহস্য- সমাধান করার পারদর্শিতা এই চরিত্রের আকর্ষণকে বাঙালি দর্শকদের কাছে যথেষ্ট বাড়িয়ে দিয়েছে। অভিনেতা অনির্বাণ নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘তাহলে ২১ জুলাই থেকে রিপিট মোডে? হইচই-এ”। ছবিটিতে দেখা যাচ্ছে ১১ জুলাই হইচই-এর পর্দায় ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে, এতিম বাবুর ‘বেনারসে বিভীষিকা’।
উল্লেখ্য অভিনেতা অনির্বাণের এই ছবিটি দেখে দর্শকরা উচ্ছ্বসিত। এবার ছবিটি ডিজিটাল প্লাটফর্মে আসছে শুনে যারা বড়পর্দায় দেখতে পাননি তারা যথেষ্ট আনন্দিত।
ছবির কাহিনী অনুযায়ী একেন বাবু অর্থাৎ অনির্বাণ চক্রবর্তীর সঙ্গীদের সঙ্গে বেনারসে একটি রহস্য সমাধানে যান। তার সঙ্গী হিসেবে অন্যান্যদের মধ্যে ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। এই রহস্য গল্পটি বেনারসের পটভূমিতে তৈরি। রয়েছে কাশির সংস্কৃতি, খাবার ও ঐতিহাসিক স্থানের বেশ কিছু দৃশ্য। ‘দি একেন: বেনারসে বিভীষিকা’।
ছবিটি পরিচালনার দায়িত্ব রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়। তাছাড়া বিশ্বনাথ বসু,গৌরব চক্রবর্তী ইশা সাহা, সোমক ঘোষ, সৌহার্দ্য মুখোপাধ্যায়কে এই ছবিতে দেখা যাবে । এই গল্পে একেন বাবুর পৃথিবী আগের চেয়ে অনেক বেশি রোমাঞ্চকর।