পরিচালক শিলাদিত্য মৌলিক এর ছবি ‘মাস্টার মশাই আপনি কিছু দেখেননি’ ছবিতে যশ- নুসরত এর পাশাপাশি বিশেষ বন্ধুর চরিত্রে দেখা যাবে দেবাশিস কে।এই খবর এখন সকলের জানা। ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে একজন রাজনৈতিক প্রভাবশালীর চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী।
দুইদিন আগেই তিনি এই ছবির শ্যুটিংয়ে যোগ দিয়েছে। একেন বাবুর চরিত্রের সঙ্গে জটায়ুর চরিত্রেও অনির্বাণকে দর্শকরা বেশ পছন্দ করছেন। লুক খুব বেশি পরিবর্তন না থাকলেও ছবিতে তাঁর চরিত্রে অনেক গুলি শেড রয়েছে। ছবির শ্যুটিংয়ের কাজ চলছে। সিনেমা থেকে ওয়েব সিরিজে একের পর এক কাজ করলেও প্রতিটি চরিত্রে দর্শকদের নজর কেড়েছেন তিনি।এই ছবি আপাতত জশ- নুসরত অভিনীত ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে অনির্বাণ চক্রবর্তীর কাজ দর্শকদের মনে কৌতুহল তৈরি করেছে।