কলকাতা : অল্পবয়সে অনেকেই স্কুল পালিয়ে নানা জায়গা চলে যায়। এই তালিকায় বাদ যায়নি টলিউডের তাবড় অভিনেতাও। কথা হচ্ছে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়কে নিয়ে। জানা গেছে, এই অভিনেতা প্রায়শই স্কুল পালতেন। কিন্তু কোথায় যেতেন জানেন?
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’-তে বর্তমানে দেখা মেলে অনিন্দ্যর। ছোটপর্দা পেরিয়ে বড়পর্দাতেও তাঁর উপস্থিতি চোখে পড়েছে। অভিনেতা ইতিমধ্যেই কাজ করেছেন একাধিক ওটিটি প্ল্যাটফর্মে। সম্প্রতি নিজের ভাগ্নিকে নিয়ে বেজায় ব্যস্ত তিনি। সোশ্যাল মিডিয়ায় সর্বদা সক্রিয় এই অভিনেতাকে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ভাগ্নির সাথে আড্ডা দিতে দেখা যায়। এবার আরও একটি নতুন ভিডিয়ো পোস্ট করে ভাগ্নির সঙ্গে আড্ডা দিতে দিতে জানালেন ছোটবেলায় তিনি স্কুলে কী করতে সব থেকে বেশি ভালোবাসতেন। ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেতা ভাত খাচ্ছেন তাঁর পাশেই বসে আছে তাঁর ভাগ্নি। তাঁর ভাগ্নি জানতে চায় যে অনিন্দ্যর স্কুলের সব থেকে পছন্দের স্মৃতি কী? এছাড়াও তার ঝুলিতে ছিল অনেক প্রশ্ন। যেমন অনিন্দ্যর স্কুলে পছন্দের বিষয় কি ছিল? পছন্দের বিষয় কী ছিল উত্তরে অনিন্দ্য জানান, “স্কুল বাঙ্ক করতে। যদিও এই কাজটা করা মোটেই উচিত নয়।”
এখানেই না থেমে ভাগ্নিকে তিনি জানান, “জানিস স্কুল পালিয়ে আমি কথায় যেতাম? আমি সাঁতারু হতে চেয়েছিলাম। তাই স্কুল পালিয়ে আমি সাঁতার কাটতে যেতাম।” এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে অনিন্দ্য লেখেন, “আমাদের বছরে একবার বা দু’বার দেখা হয়। তাই ভাগ্নি আমায় কিছু জিজ্ঞেস করলে উত্তরে মিথ্যে বলা যাবে না। সামনে বোন থাকে।” অনিন্দ্যর এই পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। তালিকায় রয়েছেন পার্নো মিত্র, স্বস্তিকা দত্ত, রিয়াজ লস্কর এবং আরো অনেক তারকা।