ওয়েব ডেস্ক: এবার মাঝআকাশে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর(Shraddha Kapoor) কার সঙ্গে এমন অন্তরঙ্গ মুহূর্ত কাটালেন! সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। যা দেখে বলিউডের সিনিয়র অভিনেত্রী রবীনা ট্যান্ডন(Raveena Tandon) প্রতিবাদের সুর তুলেছেন। চটে গিয়েছেন ‘তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত..’ কন্যা।
বলিউডে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে রাহুল মোদির( Rahul Mody)প্রেমের সম্পর্কের(Relationship) কথা অজানা কিছু নয়। তাদের দুজনকে মুম্বইয়ের কফিশপ থেকে শুরু করে রেস্তোরাঁ কিংবা বলিউডের হাইপ্রোফাইল পার্টিতেও জুটি বেঁধে দেখা গেছে। ক্যামেরাবন্দি হয়েছে সেসব ছবিও।
আরও পড়ুন:নিক জোনাসের চোখে প্রিয়াঙ্কা ‘সন্ত, কখনও ভুল করেননি’!
প্রসঙ্গত, তাদের সম্পর্কের গুঞ্জন যে সত্যি তা স্বীকার করতেও পিছপা হন নি অভিনেত্রী শ্রদ্ধা। তিনি নিজেই জানিয়েছেন রাহুলের সঙ্গে সময় কাটাতে তিনি ভালোবাসেন। তারপর থেকেই এই যুগলকে নিয়ে নেটিকেন্দের আগ্রহ ক্রমশ বেড়ে চলেছে। কিছুদিন আগেই একটি ভিডিও দেখা যায় আয়নার সামনে অভিনেত্রী নাচছেন। আর সেই আয়নায় রিফ্লেকশনে রাহুল মোদিকে দেখা যাচ্ছে।
এবার নতুন করে আবার শ্রদ্ধা রাহুল আলোচনায় ফিরে এসেছেন। বিমানে মাঝ আকাশে দুজনকে অন্তরঙ্গ মুহূর্তে দেখা গেছে। আর সেই অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে নিয়েছেন অন্য কেউ। ভাইরাল হয়েছে সেই ভিডিও। যা দেখে অভিনেত্রী রবীনা ট্যান্ডন যথেষ্ট ক্ষেপে উঠেছেন। রবীনা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, একজন বিমানবালার কাছে এ ধরনের আচরণ আশা করা যায় না তিনি লিখেছেন, তারকা বলে কি কোন ‘গোপনীয়তা’ থাকবে না! প্রশ্ন তুলেছেন ‘তু চিজ বড়ি হে গার্ল’ এটাতো কারো গোপনীয়তার এমন কাজ করার আগে ক্রুদের এই নিয়মটা ভালোভাবে জানা উচিত ছিল! সম্মতি নেওয়া দরকার ছিল ওদের কাছ থেকে। বিমানের ক্রু-মেম্বারদের কাছ থেকে এমন কর্মকাণ্ড অপ্রত্যাশিত। অনেকেই রবীনার মন্তব্যতে সায় দিয়েছেন।