কিছুদিন আগেই ‘ভুলভুলাইয়া ২’ এর শ্যুটিং শুরু করে দিয়েছেন পরিচালক অনীশ বাজমি।শোনা যাচ্ছে জোরকদমে শ্যুটিং করছেন কার্তিক আরিয়ান,তব্বু,রাজপাল যাদবরা।খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এই মজাদার ভূতুড়ে ছবির শ্যুটিং।‘ভুলভুলাইয়া ২’ এর শ্যুটিংয়ের পর ছুটি কাটাতে নারাজ রেডির ডিরেক্টর।খুব শীঘ্রই নতুন ছবি নিয়ে ফ্লোরে নেমে পড়বেন অনীশ।শোনা যাচ্ছে তাঁর নতুন ছবি কিন্তু মোটেও কমেডি নয়,আদ্যান্ত লাভস্টোরি।পরিচালক নিজেই জানিয়েছেন,লকডাউনের সময় বাড়িতে বসেই এই প্রেমের ছবির চিত্রনাট্য তৈরি করেছেন অনীশ বাজমি।একসময় যিনি নো এন্ট্রি,ওয়েলকাম কিংবা রেডি-র মতো দমফাটা হাসির ছবি বানিয়েছেন,হঠাৎ কি এমন হল যে নিজের চেনা জঁর ছেড়ে অন্যধারার ছবি তৈরি করছেন তিনি।তবে কি কমেডি ছবিতে অনীহা তৈরি হয়েছে অনীশের?
আরও পড়ুন – জল্পনা ভাঙলেন অনীশ বাজমি
হাসতে হাসতে পরিচালক জানালেন,বিষয়টা এমনটা মোটেও নয়।এর আগেও পেয়ার তো হোনা হি থা,হালচাল-এর মতো ব্লকবাস্টার হিট ছবি বানিয়েছেন।তাই রোম্যান্টিক ছবি তার কাছে মোটেও নতুন কিছু নয়।সুযোগ পেলে ভবিষ্যতে আবার কমেডি ছবি বানাবেন তিনি।তবে ইদানিং রোম্যান্টিক ছবি তৈরি করতে ইচ্ছে করছে বলেই নতুন এই ছবি নিয়ে পরিকল্পনা করেছেন অনীশ।আপাতত ছবির কাস্টিং নিয়ে মুখ খুলতে নারাজ পরিচালক।
আরও পড়ুন – ফ্লোরে ফিরছে ‘ভুলভুলাইয়া ২’