সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন কৃষ্ণকলি ধারাবাহিকের শ্যামার মেজো দাদা অশোকের মেয়ে মুন্নি। মুন্নি ওরফে অনন্যা গুহর সোশ্যাল মিডিয়া পোস্টে রীতিমতো সরগরম নেটদুনিয়া। বরাবরই অবশ্য নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে নেটিজেনদের চমকে দেন অনন্যা।
এবার তাঁর বিকিনি লুকে ফিদা হয়েছেন ভক্তরা। সদ্যই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একঝাঁক হটি-নটি ছবি শেয়ার করেছেন অনন্যা। ছবিতে দেখা যাচ্ছে কখনও সুইমিং পুলের জলে, কখনও ডাঙায়, কখনও একা, কখনও বন্ধু-বান্ধবদের সঙ্গে চুটিয়ে মজা করছেন অনন্যা। সুন্দরীর এমন অবতার দেখে নেটিজেনের আনন্দ যেন আর ধরে না।
অনন্যা আসলে টলিপাড়ার চেনামুখ অলোকনন্দার বোন। দিদির বিয়ের ব্যাচেলার পার্টিতেই জমিয়ে মজা করেছেন বোন অনন্যা। বন্ধু- বান্ধব দিদির সঙ্গে চুটিয়ে ছবি তুলেছেন। সেই মুহূর্তই তিনি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। অনন্যা সহ টলিপাড়ার চেনামুখদের একসঙ্গে দেখে ভক্তরা তাঁদের ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। অনন্যাদের ছবি শেয়ার করেছেন প্রায় ১৮ হাজারেও বেশি মানুষ। চড়চড়িয়ে বেড়েছে অনন্যার ফ্যান ফলোয়ারের সংখ্যা।
View this post on Instagram