এই মুহূর্তে বোলপুরে রাজা চন্দর ছবি ‘আম্রপালি’র শ্যুটিং চলছে। বনি সেনগুপ্ত ও আয়ুষী তালুকদার জুটি বেঁধে আসতে চলেছে এই ছবিতে। এছাড়াও রয়েছেন সোমরাজ মাইতি। অনেক দিন পর রাজা চন্দ আবার বন্ধুত্ব প্রেমের গল্প নিয়ে আসছেন। ত্রিকোন প্রেমের আভাস রয়েছে। থেকে কলকাতায় ফিরবেন।
মঙ্গলবার থেকে শ্যুটিংয়ের কাজ চলছেএর পর বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা বনির।এরপর ফের শ্যুটিংয়ের কাজে রওনা দেবেন বাংলাদেশে। প্রসঙ্গত বনির রাজনৈতিক অবস্থান নিয়ে তিনি আবার শিরোনামে। তবে এখন সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি এমনই জানান তিনি।
জানা গিয়েছে অনুপম সেনগুপ্তর আগামী ছবিতেও ফের একবার জুটি বাঁধছেন বনি-কৌশানি। এই মুহূর্তে বনির হাতে রয়েছে ‘জতুগৃহ’, ‘ছুটি’, ‘ধাঁধাঁ’, ‘হীরকগড়ের হিরে’র মতো ছবির কাজ। রাজা চন্দ প্রেমের ছবি করতে বেশি পছন্দ করেন, আর প্রেমের ছবি মানেই ছবিতে গান থাকবে।আপাতত আম্রপালি’ ছবির শ্যুটিংয়ে মজা করেই সময় কাটাচ্ছেন গোটা টিম।