দীর্ঘ ৪০বছর পর ফের ছবিতে অমিতাভ বচ্চনের বিখ্যাত ব্যারিটোনে আবৃত্তি শোনা যাবে ।এর আগে যশ চোপড়ার ‘কভি কভি’ এবং ‘সিলসিলা’ ছবিতে শোনা গিয়েছে বিগ–বি আবৃত্তি।কভি কভিতে সাহির লুধিয়ানভির একটি কবিতা পাঠ করেছিলেন তিনি,এবং সিলসিলায় ছিল গীতিকার জাভেদ আখতারের জাভেদ আখতারের কবিতা।এরপর একাধিক ছবির গানে প্লেব্যাক করলেও শোনা যায়নি বিগ–বির আবৃত্তি।শোনা যাচ্ছে,রুমি জাফরির ‘চেহরে’ ছবিতে তা ফের একবার শোনা যাবে।গত এপ্রিলেই প্রাগে বিগ–বির আবৃত্তিটি রেকর্ড করেছেন ছবির মিউজিক ডিরেক্টর ড্যুও বিশাল–শেখর।বিগ–বির আবৃত্তির সঙ্গে ১০৭জন মিউজিশিয়ান যন্ত্রসংগীতে সঙ্গত করেছেন বলেই সূত্রের খবর।
দীর্ঘদিন ধরেই খমকে রয়েছে চেহরে–র মুক্তি।এই থ্রিলার ফিল্মে অমিতাভের সঙ্গে অভিনয় করেছেন ইমরান হাসমি,অনু মালিক,ক্রিস্টাল ডি স্যুজা,ধৃতিমান চট্টোপাধ্যায়।ছবিতে রয়েছেন রিয়া চক্রবর্তীও।চেহরে–তে শাহেনশাহর আবৃত্তি শোনার জন্য ভক্তদের আরও একটু অপেক্ষা করতে হবে,কারণ ছবি মুক্তি নিয়ে এখনও কোন খবর নেই।