রণবীর কাপুরের অভিনয় দেখে মুগ্ধ স্বয়ং বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। আর বিগ-বির প্রতিও শ্রদ্ধাবনত হলেন রণবীর কাপুর।পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্র ছবিতে প্রথমবার বিগ-বির সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছেন রণবীর কাপুর।ছবিতে তার বিপরীতে রয়েছেন আলিয়া ভাট।দেখা যাবে নাগার্জুনা এবং মৌনি রায়কেও।সদ্যই একটি ইন্টারভিউতে রণবীর কাপুরের প্রশংসায় পঞ্চমুখ হলেন অমিতাভ।তিনি জানিয়েছেন,রণবীর এমন একজন অভিনেতা যিনি মুখে কিছু না উচ্চারণ না করেও বহু কিছু বলে দিতে পারেন।ভগবান প্রদত্ত এতো সুন্দর মুখশ্রী বড় একটা দেখেননি তিনি।
বিগ-বির মতে,যে কোন রকম এক্সপ্রেশন বা ইমোশন ফুটিয়ে তোলার জন্য কোনরকম কসরতই করতে হয় না ঋষিপুত্রকে।একদম সাধারণভাবেই বিষয়টা ক্যামেরার সামনে ফুটিয়ে তুলতে পারেন তিনি।এমনটা খুব কম অভিনেতাই করতে পারেন।কিভাবে অভিনয় করবেন এই সমস্যা নিয়ে কখনই পরিচালকের দ্বারস্থ হননা রণবীর কাপুর।বলিউড শাহেনশাহকে নিয়ে কথা বলতে গিয়ে শ্রদ্ধায় মাথা নিচু করে ফেললেন রণবীরও।
ছেলেবেলা থেকেই অমিতাভের প্রতিটা ছবি থেকেই কিছু না কিছু শিখেছেন তিনি।ক্যামেরার সামনে যে ভাবে বিগ-বি রিঅ্যাক্শন দেন,সেটা একটা শেখার মতো বিষয়।অমিতাভের অভিনয় দেখে রণবীরের কখনও মনেই হয় নি যে তিনি অভিনয় করছেন।শুধু ছবিতে নয়,বিজ্ঞাপণেও অমিতাভকে দেখে এই বিষয়টা লক্ষ করেছেন রণবীর।