মুম্বই : দীর্ঘ ১৭ বছর পর একসঙ্গে ক্যামেরার সামনে আসতে চলেছেন বলিউডের দুই ডন(Don) অমিতাভ বচ্চন(Amitabh Bachchan) ও শাহরুখ খান(Shahrukh Khan)।এমনই জল্পনায় সরগরম টিনসেল টাউন।দুজনকে শেষ বার একসঙ্গে দেখা গিয়েছিল করণ জোহর(Karan Johar) পরিচালিত কভি অলবিদা না কেহনা ছবিতে(Kabhi Alvida Naa Kehna)।সদ্যই জানা গিয়েছে,১৭বছর পর নতুন একটি ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডের শাহেনশাহ(Shahensha) ও বাদশা(Badsha)।যদিও কোনও ছবিতে অভিনয় করবেন তাঁরা,সেই নিয়ে এখনও তেমন কোনও আপডেট প্রকাশ্যে আসেনি।দুই সুপারস্টারের একসঙ্গে কাজ করার খবরটি সোশ্যাল মিডিয়ায়(Social Media) প্রকাশ্যে আসার পরই জোর জল্পনা শুরু হয়েছে তবে কি রণভীর সিং(Ranveer Singh) অভিনীত ডন ৩(Don 3) ছবিতে ক্যামিও রোলে দেখা যাবে দুই প্রাক্তন ডনকে!উত্তরটা পাওয়ার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
মহব্বতে,কভি খুশি কভি গম থেকে কভি অলবিদা না কেহনা।শাহরুখ খান ও অমিতাভ বচ্চনের একসঙ্গে দেখা গিয়েছে আরও বহু ছবিতে।কখনও অমিতাভের ভূতনাথ ছবিতে ক্যামিও রোলে ধরা দিয়েছেন কিং খান।আবার কখনও শাহরুখের ওম শান্তি ওম ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্সে নজর কেড়েছেন বিগ বি।গত বছর ব্রহ্মাস্ত্র ছবিতেও একসঙ্গে দেখা গিয়েছিল বলিউডের অন্যতম দুই সেরা সুপারস্টারকে।তবে কোনও ছবিতেই মুখোমুখি অভিনয় করেননি শাহরুখ ও অমিতাভ। অবশেষে আসতে চলেছে সেই মাহেন্দ্রক্ষণ।যখন ক্যামেরার সামনে এসে দাঁড়াবেন বলিউডের দুই প্রাক্তন ডন।
শোনা যাচ্ছে একটি ছবিতে অভিনয় করতে চলেছে বিগ-বি ও কিং খান।অবশ্য কোন ছবিতে তাঁরা একসঙ্গে জুটি বাঁধবেন,সেই নিয়ে এখনই কোনও আপডেট মেলেনি। ডন ৩ ছবিতে অভিনয় করবেন শাহরুখ ও অমিতাভ,গতবছরই শোনা গিয়েছে এমনটাই জল্পনা।যদিও সেই জল্পনায় জল ঢেলে ডন ৩ তে নতুন ডন হিসেবে জায়গা করে নিয়েছেন রণভীর সিং।শাহরুখ-অমিতাভের একসঙ্গে অভিনয় করার খবরটি প্রকাশ্যে আসার পর নেটদুনিয়ায় শুরু হয়েছে নতুন গুঞ্জন।তবে কি দুজনের নতুন প্রজেক্টের নাম হতে চলেছে ডন ৩?ছবিতে ক্যামিও রোলে শাহরুখ-অমিতাভের অভিনয় করার জল্পনায় তোলপাড় নেটদুনিয়ায়।