বড়পর্দায় তাঁকে খুব একটা দেখা যায় না আর। ‘কহো না পেয়ার হ্যায়’-ই হোক বা ‘গদর’ আমিশা প্যাটেল কিন্তু দর্শকের মনে থেকেই গেছেন! আর তাই আমিশার ইনস্টা ভিডিও চোখে পড়লে একবার হলেও থমকান সকলেই। দর্শকের পছন্দ বুঝে নিজের সোশ্যাল মিডিয়া সাইটেই কামাল করেন আমিশা প্যাটেলও! কখনও বিচ লুকে কখনও বা স্রেফ স্টাইলিশ আউটফিটেই ফ্যানদের চমকে দেন তিনি। সদ্যই নিজের ইনস্টা হ্যান্ডেলে রঙিন বিকিনি লুকে দেখা মিলল আমিশার।
সমুদ্রে অবশ্য ইদানিং-এর মধ্যে মোটেই যাননি আমিশা, এ নেহাতই থ্রোব্যাক! তবে তাতেই মন মজেছে নেটিজেনের। রঙিন আমিশার অবাধ্য খোলা চুল ব্যান্ডেনার শাসনে বাঁধা, চোখে রিফ্লেকটিং ব্লু সানগ্লাসে সমুদ্র যাত্রার সাজ শেষ করেছেন সুন্দরী। আমিশার এই রূপেই কুপোকাত ফ্যানরা! তার প্রমাণ ইনস্টাগ্রামের কমেন্ট বক্স। কমেন্টে কেউ তাঁর একই সঙ্গে কিউট এবং হট অবতারে ফিদা, তো কারুর চোখে আমিশা সূর্যের মতোই হট। কমেন্ট বক্সে ফ্যাবুলাস, স্টানিং, সেক্সি-র মতো বিশেষণের উদাহরণ তো ভুরিভুরি!
থ্রোব্যাক ছবি শেয়ার করে আমিশা আসলে দুধের স্বাদ ঘোলে মেটাতে চেয়েছেন। করোনা সংক্রমণ আটকাতে বিধিনিষেধের কড়কড়িতে বহুদিনই সমুদ্রে যাওয়া হয়নি তাঁর। এদিকে সমুদ্র তাঁর জীবনের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে থাকে সব সময়। সমুদ্র পাড়ের সূর্যের আলো আর বালুকণা সারা শরীরে মেখে আনন্দ করতে ভালবাসেন আমিশা। সেই আনন্দ এখন আর হচ্ছে না, তাই খানিকটাই কষ্টই পাচ্ছেন আমিশা প্যাটেল। তবে আমিশা কষ্ট পেলে কী হবে? সমুদ্র পাড়ে তাঁর থ্রোব্যাকে ভক্তরা যে দারুণ খুশি তা আর বলার অপেক্ষা রাখে না।