মুম্বই : রেস ৪(Race 4) নিয়ে জল্পনা উসকে দিলেন অভিনেত্রী আমিশা প্যাটেল(Ameesha Patel)।সদ্যই বক্স অফিসে(Box Office) ৩০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে নতুন ছবি গদর ২(Gadar 2)।ছবিতে সানি দেওলের(Sunny Deol) পাশাপাশি প্রশংসিত হয়েছে আমিশা প্যাটেলের অভিনয়।গদর ২-র প্রমোশনে(Promotion) এসে অভিনেত্রী জানিয়েছেন,সলমন খান(Salman Khan) ছবির অন্য তারকাদের নিয়ে রেস ৪ তৈরি করবেন।২০১৯ সালে মুক্তি পেয়েছিল রেস ৩(Race 3)।তারপর চার বছর পেরিয়ে গেলেও রেস ৪ নিয়ে আর তেমন কিছু শোনা যায়নি।অবশেষে রেস ফ্র্যাঞ্চাইজির(Race Franchise) অন্যতম অভিনেত্রী আমিশা জানিয়েছেন, রেস ২ এবং রেস ৩-র তারকাদের সঙ্গে নিয়েই সলমন খান রেস ৪ তৈরি করবেন।এটি একটি দুর্দান্ত ছবি হতে চলেছে।রেস ৪ দেখার জন্য নিশ্চয় দর্শক উৎসুক হয়ে থাকবেন।যদিও ছবির শ্যুটিং কবে শুরু হবে সেই নিয়ে তেমন কিছু জানাননি আমিশা প্যাটেল।
২০০৮সালে মুক্তি পেয়েছিল আব্বাস মাস্তানের পরিচালনায় অ্যাকশন থ্রিলার ফিল্ম রেস।যে ছবিতে অভিনয় করেছিলেন সইফ আলি খান,বিপাশা বসু,অক্ষয় খান্না ও ক্যাটরিনা কাইফ।পাশাপাশি দেখা গিয়েছিল অনিল কাপুর ও সমীরা রেড্ডিকে। ২০১৩সালে মুক্তি পায় রেস ২।যে ছবিতে সইফ ও অনিল কাপুর অভিনয় করলেও বদলে গিয়েছিলেন অন্য তারকারা।দীপিকা পাডুকোন,জ্যাকলিন ফার্নান্ডেজ,জন আব্রাহামদের পাশাপাশি ছবিতে যোগ দেন আমিশা প্যাটেল।পরবর্তীকালে রেস ৩-র ব্যাটন হাতে নেন পরিচালক প্রভুদেবা।ছবিতে সলমন খান,অনিল কাপুরের সঙ্গে দেখা গিয়েছিল জ্যাকলিন ফার্নান্ডেজ,ডেইসি শাহ,সাকিব সালেম,ছাড়াও আরও অনেককে। অবশেষে তৈরি হতে চলেছে রেস ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি।এমনটাই জল্পনা উসকে দিলেন অভিনেত্রী আমিশা প্যাটেল।গদর ২ ছবির হাত ধরে বহুদিন পর প্রচারের আলোয় এসেছেন অভিনেত্রী।তিনি জানিয়েছেন,কহো না পেয়ার হ্যায়,হামরাজ,হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড সহ আরও বহু ছবির সিক্যুয়েল তৈরি হতে পারে।ছবিতে প্রথম ছবির অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করলে দর্শক ছবি দেখার উৎসাহ থাকবে।