অবশেষে অপেক্ষার অবসান।ওয়েবে আসছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ইনসাইড এজ্ সিজন ৩’।গত দুই সিজনে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিল এই স্পোর্টস ড্রামা ওয়েব সিরিজ।তাই সিরিজের নতুন সিজন কবে আসবে তারই অপেক্ষায় ছিলেন সকলে। অবশেষে প্রকাশ্যে এল সিরিজের তৃতীয় সিজনের পোস্টার।তাতেই জানা গিয়েছে আগামী ৩ ডিসেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে আসছে ‘ইনসাইড এজ ৩’। সিরিজে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে বিবেক ওবেরয়,রিচা চাড্ডা,অঙ্গদ বেদি,তনুজ বীরওয়ানি,সিদ্ধান্ত চতুর্বেদী,আমির বশির সহ একঝাঁক তারকাকে।নতুন সিজনের পোস্টার নিজেদের সোশ্যাল সাইটে শেয়ার করেছেন সমস্ত কলাকুশলী।
they just levelled up the power dynamics & we want to know it ALL ?#InsideEdgeOnPrime, new season, Dec 3rd@InsideEdgeAMZN @excelmovies @krnx @kanishk_v @ritesh_sid @J10kassim @FarOutAkhtar @vivekoberoi pic.twitter.com/7IkvxUWs8q
— amazon prime video IN (@PrimeVideoIN) November 15, 2021
সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন করণ অংশুমান।সিরিজের প্রযোজক ফারহান আখতার এবং রীতেশ সিদওয়ানি।রীতিমতো সাসপেন্স রেখে শেষ হয়েছিল ‘ইনসাইড এজ্ সিজন ২’।নতুন সিজনের গল্পে কি গল্প লুকিয়ে রয়েছে তারই অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা।খুব শীঘ্রই আসছে ‘ইনসাইড এজ্’ এর নতুন সিজনের ট্রেলার।