কলকাতা: পরিচালক-অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের (Tathagata Mukherjee) প্রেম করছেন আলোকবর্ষা বসুর (Alokbarsha Bose) সঙ্গে। এবার প্রমিকার সঙ্গেই জঙ্গলে রোম্যান্সে মাতলেন তথা। সম্প্রতি মুক্তি পেয়েছে তথাগতর ছবি রাস। এই ছবির সহকারী পরিচালক আলোকবর্ষা বসুর সঙ্গে সম্পর্কে রয়েছেন তথাগত। আর রাস ছবির সাকসেস পার্টির পরই প্রেমিকা আলোকবর্ষাকে নিয়ে জঙ্গলে পাড়ি দিলেন তথাগত। উত্তরবঙ্গে দুজনে একান্তে সময় কাটাচ্ছেন। সেখান থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেতা।
পরিচালক-অভিনেতা তথাগত মুখোপাধ্যায় ও আলোকবর্ষার প্রেম খুব বেশিদিনের নয়। যদিও বয়সে অনেকটাই ছোট আলোকবর্ষা, তথাগত ১৬ বছরের বড়। তবে বয়স কবেই বা হার মেনেছে ভালোবাসার কাছে!কিন্তু আলোকবর্ষাকে নিয়ে নাকি বেশ সিরিয়াস তথাগত। রাস ছবির সাকসেস পার্টিতে দেখা গেল তথাগত ও আলোকবর্ষাকে। দুজনেই কালো রঙের আউটফিট পরে এসেছিলেন। সেখানেই তথাগত জানান যে আলোকবর্ষার ঠোঁটে চওড়া হাসি তাঁর খুবই পছন্দের। যে কোনও পোশাকই পরুক না কেন, মুখে হাসি থাকলে সব পোশাকেই তাঁকে ভাল লাগে। অর্থাৎ বোঝাই যাচ্ছে আলোকবর্ষার হাসি দেখেই প্রেমে পড়েছেন তথাগত। আর রাস ছবির সাকসেস পার্টির পরই প্রেমিকা আলোকবর্ষাকে নিয়ে উত্তরবঙ্গে পাড়ি দিলেন তথাগত। সেখান থেকেই বেশ কিছু ছবি শেয়ার করেছেন পরিচালক।
আরও পড়ুন: ধুরন্ধর’-এ রণবীরের বিপরীতে কোন অভিনেত্রী!
তথাগতর শেয়ার করা ছবির ক্যাপশন দেখে বোঝা যাচ্ছে তাঁরা এই বর্ষায় জঙ্গলের মনোরম দৃশ্য উপভোগ করতে কাজিরাঙা গিয়েছেন। সেখান থেকে জিপের মধ্যে আলোকবর্ষার সঙ্গে সেলফি তুলেছেন তথা। আরেকটি ছবিতে আলোকবর্ষাকে পিছন থেকে ফ্রেমবন্দি করা হয়েছে। আরেকটিতে জিপের সামনের আসনে আলোকবর্ষা। পিছন থেকে প্রেমিকাকে জড়িয়ে তথাগত। ছবিগুলির ক্যাপশনে লিখলেন, ‘প্রাচীন গাছেদের বাসস্থান যতই দূর্গম হোক না কেন, ওটাই পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়।’
প্রাচীন গাছেদের বাসস্থান যতই দূর্গম হোক না কেন,ওটাই পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়।
Moonsoon / বর্ষাকাল
Kaziranga / কাজিরাঙা
2025.Posted by Tathagata Mukherjee on Saturday, July 5, 2025
অন্য খবর দেখুন