আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’র সাফল্যের পর ‘পুষ্পা ২’ এর মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। গত বছর এই ছবি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। দর্শকরা মেতে ছিলেন আল্লু অর্জুন-রাশ্মিকা মান্দানার পর্দার রসায়নে। নতুন ছবিতও থাকবেন এরা দুজন। তারপর থেকেই দর্শকদের মধ্যে ‘পুস্পা ২’ নিয়ে তৈরি হয়েছে দর্শকদের নতুন কৌতুহল। এবার সেই প্রতীক্ষার অবসান হলো। সম্প্রতি ঘোষণা করা হলো আগামী বছর অর্থাৎ ২০২৪ এর স্বাধীনতা দিবসে মুক্তি পাবে ‘পুষ্পা ২’।
যদিও চলতি বছরের ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বদলে গেল মুক্তির পরিকল্পনা। সোশ্যাল মিডিয়ায় ছবিটির একটি নতুন পোস্টার পোস্ট পড়ে মুক্তির তারিখ ঘোষণা করেছে প্রযোজক সংস্থা। এই মুহূর্তে ‘পুষ্পা ২’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন শিল্পী-নির্মাতারা। পোস্টারে দেখা যাচ্ছে চেয়ারে বসে রয়েছেন আল্লু অর্জুন। তার হাতের আঙুলে শোভা পাচ্ছে কয়েকটি আংটি। কিন্তু সেসব আঙুলে লেগে রয়েছে রক্ত।
পোস্টার এর উপরে লেখা ‘১৫ আগস্ট ২০২৪’। ক্যাপশনে লেখা রয়েছে, ‘২০২৪ সালের ১৫ অগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে পুষ্পা ২’। নজর কেড়েছে আলু অর্জুনের নতুন লুক। প্রথম ছবিটির দ্বিতীয় ছবিটি আরোও বেশি চমকপ্রদো হবে বলে নির্মাতাদের ধারণা। ছবির বাজেটও থাকবে প্রথমটির তুলনায় প্রায় দ্বিগুণ।
জানা যাচ্ছে ওই একই দিনে মুক্তি পাবে অজয় দেবগনের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ‘সিংঘম’ এর নতুন ছবি ‘সিংঘম এগেইন’। খুব সহজেই বোঝা যায় যে বক্স অফিসে চলবে জোর টক্কর। ৬৯ তম জাতীয় পুরস্কারে সেরা অভিনেতার শিরোপা পেয়েছেন ‘পুষ্পা’র জন্য আল্লু অর্জুন।
প্রসঙ্গত, ভাইজাগে ছবির একটি অংশের শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। জানা গেছে আগামী বছর মার্চ মাসে শেষ হবে ছবির বাকি অংশের শুটিং।