চলতি বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বর-ডিসেম্বরে ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলের বিয়ের গুঞ্জন হয়তো সত্যি হতে চলেছে। তেমনি অন্যদিকে আরো এক হেভিওয়েট বলিউড যুগলের বিয়ের জন্য অপেক্ষা করে রয়েছে সিনেমাপ্রেমী মানুষেরা। শোনা গিয়েছিল চলতি বছরের শেষে তারাও নাকি বিবাহসূত্রে আবদ্ধ হবেন।
আরও পড়ুন: বিয়ের বয়স হয়নি, হলিউড যাচ্ছেন আলিয়া?
ভক্তরা অধীর আগ্রহে বেশ কয়েক বছর ধরে অপেক্ষা করে আছে এই দুজনের গাঁটছড়া বাঁধার জন্য। এই হাইপ্রোফাইল বিয়ে নিয়ে বহু জল্পনা চলছে বলিউডের অন্দর মহলেও। এ প্রসঙ্গে কন্যা আলিয়া ভাটের মা সোনি রাজদানকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন,”সত্যি আমিও জানি না, ওরা কবে বিয়ে করবে! তবে আমি জানতে চাই। ভবিষ্যতে নিশ্চয়ই কোন একদিন ওরা বিয়ে করবে। অবশ্য কবে সেটা আমি জানি না। আপনারা বরং আলিয়ার এজেন্টকে ফোন করুন। সে হয়তো কিছু আলোকপাত করতে পারে।”
অনেকেরই ধারণা হয়েছে নেটফ্লিক্সে আসন্ন একটি শো ‘কল মাই এজেন্ট:বলিউড’ এর সঙ্গে যুক্ত রয়েছেন সোনি, তিনি পরোক্ষে এই শো-এর প্রচার করলেন। এই শোতে রজত কাপুর, অহনা কুমার, রিচা চাড্ডা, আলি ফাজাল, জ্যাকি শ্রফ,দিয়া মির্জা,লারা দত্ত,ফারা খানের মতো শিল্পীরা পারফর্ম করবেন। ২০১৭ সাল থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন রণবীর কাপুর-আলিয়া ভাট।
কাপুর পরিবারের যে কোনো অনুষ্ঠানেই নায়িকা আলিয়ার উপস্থিতি লক্ষণীয়। এমনকি রণবীরের বাবা ঋষি কাপুর ক্যান্সারের চিকিৎসার জন্য যখন আমেরিকায় ছিলেন তখনো তাঁকে দেখতে গিয়েছিলেন আলিয়া। রণবীরের মা নীতু সিং কাপুর আলিয়া কে যে খুবই পছন্দ করেন তা আর বলার অপেক্ষা রাখে না। দীপিকা পাডুকোন কিংবা ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীরের প্রেমের গুঞ্জন ইন্ডাস্ট্রিতে একসময় কান পাতলেই শোনা যেত। কিন্তু ওই দুই নায়িকাকে নিতুর পছন্দ না হওয়ায় রানবির তাদের সঙ্গে সম্পর্ক বেশি দূর এগিয়ে নিয়ে নিয়ে যেতে পারেনি বলে শোনা যায়। রনবীর এমনিতেই মা-ভক্ত ছেলে।
তাদের পরিবারের একজন জানিয়েছিলেন ঋষি কাপুরের প্রাণের এক বছর না হলে রানবীর নাকি বিয়ে করবেন না। কয়েক মাস আগেই ঋষি কাপুরের প্রয়াণের একবছর সম্পূর্ণ হয়েছে। সম্প্রতি অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ব্রম্ভাস্ত্র ছবিতে প্রথমবার দেখা যাবে রণবীর-আলিয়াকে। অনেকেরই ধারণা এই ছবি মুক্তি পাওয়ার আগে তারা নাকি বিয়ে করবেন না বলেই খবর। আবার আরেকটি মহল জানাচ্ছে করোনা পরিস্থিতিতে পরিবার ও আত্মীয়দের উপস্থিতিতেই বিয়ে সেরে নেবে এই জুটি। পরে পরিস্থিতি পরিবর্তন হলে পার্টি দেওয়ার পরিকল্পনা রয়েছে। যদিও কোন বিষয় নিয়েই প্রকাশ্যে মুখ খুলছেন না রনবীর কিংবা আলিয়া। আর আলিয়া তো মাঝে মাঝেই নিজের বয়সের দোহাই দিয়ে বিয়ে পিছিয়ে নিচ্ছেন। তবে বলিউড এবং তাঁর ভক্তরা আগামী ডিসেম্বরের দিকে তাকিয়ে আছে। তাদের প্রশ্ন তবে কি হাই প্রোফাইল বলিউডের দুই জুটি অল্প দিনের ব্যবধানে বিয়ে সারবেন?