ওয়েব ডেস্ক: শনিবার আহমেদাবাদের কাঁকারিয়া লেকের একেএ এরিনায় ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়। এদিন এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। শাহরুখ খান, করণ জোহর এবং মনীশ পল অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। অনুষ্ঠানে শাহরুখ, কৃতি শ্যানন, এবং কাজল-সহ অন্যা তারকারা পারফর্মও করেন।
View this post on Instagram
‘লাপাতা লেডিস’ এই বছর সেরা চলচ্চিত্রের (১৩টি অ্যাওয়ার্ড) পুরস্কার জিতেছে। অভিষেক ছাড়াও কার্তিক আরিয়ানও ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পান। কার্তিক এর আগে ২০২৩ সালে ‘ভুল ভুলাইয়া ২’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন। ‘জিগরা’র জন্য আলিয়া ভাট সেরা অভিনেত্রীর পুরস্কার পান।
View this post on Instagram
View this post on Instagram
আরও পড়ুন: করওয়া চৌথের পর স্বামী ও মেয়ের সঙ্গে স্পেশাল মুহুর্তে প্রিয়াঙ্কার
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে অত্যন্ত মনযোগ সহকারে শাহরুখ খান লড়কি বড়ি অঞ্জানি হ্যায় গানের হুকস্টেপ প্র্যাকটিস করছেন। উল্লেখ্য, শাহরুখ আহমেদাবাদে রয়েছেন এই খবর ছড়িয়ে পড়তেই ভক্তরা ভেন্যুর বাইরে ভিড় জমিয়েছিলেন। প্রিয় তারকাকে এক ঝলক দেখার আশায় অধীর আগ্রহে অপেক্ষা করেছিল অগণিত অনুরাগী।
View this post on Instagram
দেখুন খবর: