করোনার সংক্রমণ আর লকডাউন দুয়ের জাঁতাকলে পড়ে বন্ধ হয়ে গিয়েছিল ছবির শ্যুটিং. সংক্রমণ কমতেই একটু একটু করে ছন্দে ফিরছে বলিউড। বাকি থাকা শ্যুটিং তড়িঘড়ি শেষ করতে উঠেপড়ে লেগেছেন অনেক প্রযোজক, পরিচালক। এক এক করে শুরু এবং শেষ হচ্ছে অনেক ছবির শ্যুটিং-ই। সদ্যই শেষ হল সঞ্জয়লীলা বনশালির বহু প্রতীক্ষিত ছবি গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির শ্যুটিং. ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে আলিয়া ভাটকে।
সঞ্জয়লীলার অন্যান্য ছবির মতোই এই ছবিও লার্জার দ্যান দ্য লাইফ। ছবির সেটের জৌলুস থেকে অভিনেতা- অভিনেত্রী বাছাই সঞ্জয় কোনটিই হাল্কা হাতে নেননি। তবে বিধি বাম. করোনা সংক্রমণের জেরে বারবার বন্ধ হয়ে গেছে শ্যুটিং. ফাইনালি হল গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির র্য়াপ আপ। সোশ্যাল সাইটে ছবির র্য্যাপ আপের টুকরো ছবি শেয়ার করছেন আলিয়া ভাট। প্রায় দু বছর গাঙ্গুবাইয়ের কাজ করতে করতে তিনি নিজেই কখন যেন গাঙ্গুকে ভালবেসে ফেলেছেন।এবার থেকে আর গাঙ্গুবাইয়ের সঙ্গে দেখা হবে না, ভেবেই মন খারাপ তাঁর- সোশ্যাল সাইটে লিখেছেন ইমোশনাল আলিয়া ভাট। সব ঠিক থাকলে জুলাইয়ের ৩০ তারিখ মুক্তি পাওয়ার কথা গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির।