সঞ্জয় লীলা বানশালির ছবি ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’ নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে জল্পনা রয়েছে তুঙ্গে।ছবিতে নাম ভূমিকায় রয়েছেন আলিয়া ভাট।কামাঠিপুরার যৌনকর্মী ‘গঙ্গুবাই’ কি ভাবে হয়ে উঠলেন এলাকার লেডি গ্যাংস্টার, সেই রিয়েল লাইফ স্টোরি নিয়েই তৈরি হয়েছে ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’।ছবিতে গঙ্গুবাইয়ের চরিত্রে আলিয়াকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন নায়িকার ভক্তরা।কিন্তু জানেন কি ‘গঙ্গুবাই’-তে কাজের অফার পেয়ে শুরুতে ভয় পেয়েছিলেন আলিয়া ভাট।সদ্যই ছবির প্রচারে এসে সেই গল্পই শুনিয়েছেন অভিনেত্রী।আলিয়া ভেবেছিলেন,এসএলবি ‘ইনশাল্লাহ ছবিতে সলমনের বিপরীতে তাকে কাস্ট করতে চান।কিন্তু সঞ্জয় লীলা বানশালি যখন প্রথম ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’-র গল্প তাকে শোনান,ভয় পেয়ে গিয়েছিলেন আলিয়া।
কারণ ‘গঙ্গুবাই’-এর বিষয়ে তেমন কিছুই জানতেন না তিনি।এইরকম একটা ছবিতে কাজ করার কথা স্বপ্নেও ভাবেননি আলিয়া।তার সংশয় ছিল ‘গঙ্গুবাই’ চরিত্রের জন্য মোটেও পারফেক্ট নন তিনি।তবে নায়িকাকে আশ্বস্ত করেন পরিচালকই।এসএলবি বলেন,আলিয়াকে তিনিই উপযুক্ত তৈরি করে নেবেন।তখনই আলিয়া ঠিক করেন পরবর্তীকালে এইরকম ছবিতে কাজের সুযোগ পেলে লুফে নেবেন তিনি।‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’-তে নিজের সবটুকু প্রতিভা এবং মনপ্রাণ ঢেলে কাজ করেছেন, এমনটাই জানালেন ‘গঙ্গুবাই’ আলিয়া ভাট।