ওয়েব ডেস্ক: আগামীকাল অর্থাৎ শনিবার শেষ হতে চলেছে ৭৮ তম বাৎসরিক কান চলচ্চিত্র উৎসব(78th Cannes Film Fest))। যা শুরু হয়েছিল গত ১৩ই মে। এই উৎসবে অন্যান্য বলিউড তারকাদের সঙ্গে উপস্থিত থাকার কথা ছিল অভিনেত্রী আলিয়া ভাটেরও(Actor Alia Bhat)। কিন্তু উদ্ভূত ভারত-পাক যুদ্ধ পরিস্থিতি(India-Pak war situation) নিয়ে তিনি নাকি সংশয়ে ছিলেন যে এই চলচ্চিত্র উৎসবে আদৌ যোগ দেবেন কিনা! উৎসব শুরুর আগেই আলিয়ার কান-এ উপস্থিত থাকার ব্যাপারে সন্দেহ প্রকাশ করে সংবাদ শিরোনামে উঠে এসেছিল।
তাহলে কী পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় আলিয়া সিদ্ধান্ত পরিবর্তন করলেন! উৎসবের শেষ দিনে যোগ দিতে তড়িঘড়ি মুম্বই বিমানবন্দর ছুটলেন(jets off to Cannes) শুক্রবার অর্থাৎ আজ ভোরবেলা। প্রসঙ্গত, এই প্রথমবার তিনি কান উৎসবে আমন্ত্রণ পেয়েছেন। উৎসব উদ্বোধনের দিন অর্থাৎ ১৩ মে লাল গালিচায় হাঁটার কথা ছিল আলিয়ার। তার বদলে আগামীকাল শেষদিনে আলিয়া ভাটকে উৎসবে লাল গালিচায় হাঁটতে দেখা যাবে।
আরও পড়ুন:সরকারি সাবানের বিজ্ঞাপনে ‘কন্নড়’ নায়িকাকে সরিয়ে তামান্না! কর্নাটকে প্রবল বিক্ষোভ
অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ্যমকে বলেছিলেন সীমান্ত এলাকার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কাল উৎসবে যাওয়া ঠিক নয় বলে তিনি মনে করেছিলেন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আলিয়া সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। একটি আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিনি উৎসবে যোগ দেবেন। এই ঐতিহ্যপূর্ণ উৎসবে আলিয়ার ডেবিউ দেখার জন্য তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
একেবারে সাদামাটা পোশাকে আলিয়াকে আজ বিমানবন্দরে দেখা যায়। সাদা টপের উপরে বেইজ রঙের কোট সঙ্গে নীল ডেনিম জিন্স, চোখে ছিল সানগ্লাস। পাপারাৎজ্জিদের দিকে তাকিয়ে মিষ্টি হাসি হাসলেন অভিনেত্রী।