এস এস রাজামৌলির ছবিতে কাজ করা আলিয়া ভাটের স্বপ্ন ছিল। সেই স্বপ্নই তিনি পূরণ করছেন ‘ট্রিপল আর’-এ। রাজামৌলির ছবিতে কাজ করেছেন আলিয়া, মুক্তির অপেক্ষায় ‘ট্রিপল আর’। আলিয়ার ছাড়াও দেখা মিলবে অজয় দেবগণেরও।
আগেই জানা গিয়েছিল ‘ট্রিপল আর’-এ অজয়ের স্ক্রিন প্রেজেন্স মাত্র আট মিনিটের। এবার জানা গেল ড্রিম প্রোজেক্টে আলিয়ার স্ক্রিন প্রেজেন্স! ‘ট্রিপল আর’-এ মাত্র পনেরো মিনিট দেখা মিলবে অভিনেত্রীর। অনেকেই বলছেন এখনও পর্যন্ত আলিয়ার কেরিয়ারে ‘ট্রিপল আর’-ই হতে চলেছে সবথেকে কম স্ক্রিন প্রেজেন্সের উদাহরণ।
রাজামৌলি ছাড়াও আলিয়ার আরও এক স্বপ্নের পরিচালক সঞ্জয় লীলা বনশালি। কেরিয়ারের একেবারে শুরুর দিন থেকে সঞ্জয় লীলার ছবিতে কাজ করা তাঁর স্বপ্ন। সদ্যই সঞ্জয়ের ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-র শ্যুটিং শেষ করেছেন আলিয়া। সেই ছবিতে কিন্তু প্রায় প্রতিটি ফ্রেমেই দেখা মিলেছে অভিনেত্রী। কারণ তিনিই এই ছবির মু্খ্য চরিত্র।
আর এখানেই উঠছে প্রশ্ন! বলিউডেরই এক বিখ্যাত পরিচালক বলছেন, আলিয়া যখন একার দক্ষতায় ছবি টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন, সেখানে টট্রিপল আর’-এ কেন তিনি একজন জুনিয়র আর্টিস্টের মতো কাজ করলেন?
যদিও আলিয়া মজে স্বপ্ন পূরণেই! তাঁর সোজাসাপ্টা জবাব, রাজামৌলি বা সঞ্জয় লীলার ছবিতে তাঁর স্ক্রিন প্রেজেন্স যতক্ষণেরই হোক না কেন, ইচ্ছেপূরণ করতেই তিনি কাজ করবেন। সময়ে তাঁর কিচ্ছু এসে যায় না!