বলিউডে এই মুহূর্তের অন্যতম ব্যস্ত অভিনেত্রী আলিয়া ভাট। একের পর এক ছবির শ্যুটিং শেষ করছেন তিনি। সদ্যই সঞ্জয় লীলা বনশালির ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র শ্যুটিং শেষ করলেন আলিয়া এবার তিনি যোগ দেবেন সঞ্জয়েরই ‘হীরামাণ্ডি’-র শ্যুটিং-এ। তারই ফাঁকে মুম্বই ফিরেছিলেন আলিয়া। উদ্দেশ্য ছিল কাজ সংক্রান্তই মিটিং। তবে তারই মধ্যে ফ্যাশনের তড়কা লাগালেন অভিনেত্রী । আলিয়ার স্যাটার ডে লুকে আপনার রবিবারটা কিন্তু দারুণ ফুরফুরে হয়ে যেতে পারে ।
ইনস্টাগ্রামে একজোড়া ছবি শেয়ার করেছেন আলিয়া সুন্দরী। নীল- সবুজাভ সিকুয়েন কুর্তা আর ব্রাউন আউটফিটে ঝক্কাস লুকে দেখা মিলেছে সুন্দরীর। নতুন পোস্টে আলিয়া যে দারুণ স্টানিং লাগছিলেন তাতে কোনও সন্দেহই নেই। শুধু ছবি পোস্ট করেই ক্ষান্ত হননি তিনি। ক্যাপশনে জাপানি শিল্পী ইয়োকো ওনোর কোটও শেয়ার করেছেন অভিনেত্রী।লিখেছেন, ‘নিজের মতো থেকে তুমি দুনিয়া পাল্টে দিতে দেওয়ার ক্ষমতা রাখো’ ।
সোশ্যাল সাইটে আলিয়ার ক্যাজুয়াল অথচ এথনিক লুক রীতিমতো নজর কেড়েছে নেটিজেনের। ব্রাউন শটর্সের সঙ্গে ব্লু এথনিক কুর্তায় আলিয়ার লুকে মজেছেন ইন্ডাস্ট্রির অনেকেই। আলিয়াকে ভালবাসা পাঠিয়েছেন দক্ষিণী তারকা সামান্থা আক্কানেনি। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনও।
আরও পড়ুন: কাজে ফিরলেন মন্দিরা
আপাতত দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলির ‘আর আর আর’-এ কাজ করবেন আলিয়া। ছবিতে অজয় দেবগন, জুনিয়র এন টি আর, রামচরণের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন আলিয়া। এছাড়াও হয়তো চলতি বছরেই মুক্তি পাবে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’। ছবিতে রিয়েল লাইফ বয়ফ্রেন্ড রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন আলিয়া, আছেন অমিতাভ বচ্চনও।
আরও পড়ুন: প্রকাশ্যে ‘হীরামণ্ডি’-র গল্প