ওয়েব ডেস্ক: সদ্য শেষ হয়েছে কান চলচ্চিত্র উৎসব (Cannes Film Festival)। বিদেশের মাটিতে বসেছিল চাঁদের হাট। দেশ বিদেশ থেকে সেলিব্রিটিরা এসে ভিড় করে এই উৎসবে। সাজসজ্জায় থাকে নতুন নতুন চমক। এমনকী চমক থাকে আমন্ত্রিতদের পোশাকআশাকেও। গত বছর মেটগালায় শাড়ি পরে তাক লাগিয়েছিলেন বলি অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। বিশ্বের দরবারে মণীশ মলহোত্রের ডিজাইন করা শাড়িকে তুলে ধরে প্রশংসার ঝড় তুলেছিলেন নায়িকা।
আরও পড়ুন: কানে আলিয়ার লুকে মুগ্ধ করিনা
এবার ফের নিজের লুকে তাক লাগালেন আলিয়া। কান উৎসবে নিজের পছন্দের তালিকায় শাড়িকেই বেছে নিয়েছেন নায়িকা। এবারে গুচির ডিজাইন করা শাড়িতে সেজে উঠেছিলেন আলিয়া। কানের অনুষ্ঠানে পা পড়তেই চোখ ছানাবড়া সকলে।
প্রসঙ্গত, গুচি একটি নামী ডিজাইনার ব্র্যান্ড। আন্তর্জাতিক এই ব্রান্ডের মুখ আলিয়া। গুচি ব্র্যান্ডের উদ্যোগেই তাঁদের ভারতীয় অভিনেত্রীর জন্য বানিয়েছিল নজরকাড়া এই শাড়ি।
View this post on Instagram
দেখুন আরও খবর: