শেষ পর্যন্ত পিছিয়ে গেল সঞ্জয় লীলা বানশালির ছবি ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’-র মুক্তি। অনেক আগেই জানা গিয়েছিল আগামী বছর ৭ জানুয়ারি আলিয়া ভাট অভিনীত এই ছবির মুক্তি ঠিক করে ফেলেছেন নির্মাতারা।একইসঙ্গে মুক্তি পাবে এস এস রাজমৌলি পরিচালিত ‘ট্রিপল আর’ এবং প্রভাসের রোম্যান্টিক ফিল্ম ‘রাধে শ্যাম’-ও।একসঙ্গে তিনটি বিগবাজেট ছবির মুক্তিতে বক্সঅফিসে যে মহাযুদ্ধ লেগে যাবে, আগেভাগেই তার আভাস পেয়েছিলেন বলি বিশেষজ্ঞরা।এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে মুখও খুলেছিলেন পরিচালক এস এস রাজামৌলি এবং সঞ্জয় লীলা বানশালি। অবশেষে বক্সঅফিসের লড়াই থেকে পিছু হঠলেন ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’-র প্রযোজকরা।ছবির মুক্তি পিছিয়ে দিলেন তাঁরা।
18th February, 2022?? https://t.co/85piaw7a0Q
— Alia Bhatt (@aliaa08) November 15, 2021
সোশ্যাল সাইটে জানানো হয়েছে, ১৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’। অবশ্য এই সিদ্ধান্ত নিয়েও খুব একটা স্বস্তিতে থাকবেন না টিম গঙ্গুবাই।কারণ,তার আগের সপ্তাহেই মুক্তি পাচ্ছে আমির খানের ছবি ‘লাল সিং চাড্ডা’।মিস্টার পারফেকসনিস্টের এই ছবি নিয়ে রীতিমতো ক্রেজ রয়েছে আমির ভক্তদের মধ্যে।
গোটা ফেব্রুয়ারি মাস জুড়েই বক্সঅফিসে রাজ করবে ‘লাল সিং চাড্ডা’,তাই বক্সঅফিসে মোটেও একচেটিয়া সাফল্য পাবে না ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।বক্সঅফিসের লড়াইতে আমির-আলিয়া দ্বৈরথ তারিয়ে তারিয়ে উপভোগ করার অপেক্ষায় রয়েছেন গোটা দেশের সিনেপ্রেমীরা।