ওয়েব ডেস্ক: ‘হেরা ফেরি ৩'(Hera Pheri 3) নিয়ে টানাপোড়েন যেন আর থামছে না! ২৫ কোটি টাকা ক্ষতিপূরণ(25 Crores compensation) চেয়ে পরেশ রাওয়ালকে(Paresh Rawal) সত্যি কি অক্ষয় কুমার(Akshay Kumar) কোর্টে(Court) টেনে নিয়ে যাচ্ছেন!
আরও পড়ুন:হলুদ বিকিনিতে কিয়ারা আদবানি ‘ওয়ার ২’ টিজারে আগুন ছড়াচ্ছেন!
‘হেরাফেরি ৩’ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা পর আনুষ্ঠানিকভাবে যখন ছবির ঘোষনা করা হলো তার কিছুদিনের মধ্যেই ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন পরেশ রাওয়াল। আর তারপরেই পরিস্থিতি জটিল হল। এবার নাকি সহকর্মীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন অক্ষয়। পর্দায় এই ছবির তিন জুটিকে আবার দেখার জন্য অনেক দিনের অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
প্রসঙ্গত, গত ১৬ মে পরেশ রাওয়াল আচমকায় এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন বলে খবরে প্রকাশ। পরে পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান যে সৃজনশীল মতবিরোধের জন্য তিনি ছবি থেকে সরে দাঁড়াননি। কিন্তু মাঝপথে এইভাবে পরেশের ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে সহজ ভাবে নাম নিয়ে অক্ষয় কুমার। পরে এই সিদ্ধান্তকে অক্ষয় ‘অপেশাদার’ মনোভাব বলে উল্লেখ করেছেন আইনি কাগজে। শুধু সেখানেই থেমে থাকেননি অক্ষয়, ন্যায্য মূল্যের ক্ষতিপূরণ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
আইনি কাগজে আরও জানানো হয়েছে, পরেশ রাওয়াল যদি সিনেমাটি না করতে চাইতেন তাহলে চুক্তিতে সই করার আগে অথবা পারিশ্রমিক গ্রহণ করার আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল। প্রযোজকের টাকা ব্যয় করার আগে তিনি যদি জানিয়ে দিতেন তাহলে এত ক্ষতি হতো না।
প্রসঙ্গত, পর্দায় এই ছবির চরিত্র ‘বাবুরাও’ অর্থাৎ পরেশ রাওয়াল এবং ‘রাজু’র মধ্যে খুনসুঁটি যথেষ্ট উপভোগ করেছিল দর্শকরা। কাজেই শেষ মুহূর্তে পরেশ ছবি থেকে সরে দাঁড়ানোই যে ক্ষয়ক্ষতি হয়েছে তা বাবদ ২৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অক্ষয় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে সূত্রের খবর। অনেকেরই ধারণা পেশাগত ব্যবসায়িক নীতির ধার ধারের নি পরেশ রাওয়াল? অনেকের মতেই ছবি যদি শেষই না করবেন তবে চুক্তিতে সই করলেন কেন! এতগুলো টাকার বিনিয়োগ। প্রযোজকের ক্ষতি করলেন উনি!