কপিল শর্মার পা ছুঁতে যাচ্ছেন বলিপাড়ার খিলাড়ি অক্ষয় কুমার।সোশ্যাল সাইটের এই ছবিতেই মজেছে নেটদুনিয়া।কি হল? ভাবছেন সিরিয়াস কিছু?বিষয়টি কিন্তু মোটেও তেমন নয়।ঘটনার মধ্যে যখন অক্ষয় কুমার এবং কপিল শর্মা রয়েছেন, তখন এর মধ্যে যে নিছক মজা ছাড়া আর কিছুই থাকবে না , তা বলাই বাহুল্য।
আরও পড়ুন – ‘থ্রি-ডি’তেও আসছে ‘বেলবটম’
লকডাউনের পর ১৯অগস্ট বড়পর্দায় মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের নতুন ছবি ‘বেল বটম’।এই স্পাই থ্রিলারের প্রমোশনে সদ্যই ‘দ্য কপিল শর্মার শো’ তে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন খিলাড়ি কুমার।অবশ্য এই প্রথমবার নয়,এর আগেও বহুবার ছবির প্রমোশনে কপিলের শোতে এসেছেন আক্কি।প্রতিবারের মতো এবারও কপিলের সঙ্গে ভরপুর খুনসুটিতে মেতেছিলেন খিলাড়ি কুমার।প্রিয় অভিনেতার সঙ্গে মজার সেই মুহূর্তই নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন কপিল শর্মা।
আরও পড়ুন – পর্দায় ছবি মুক্তির মজাই আলাদা : অক্ষয়
ছোটপর্দার দর্শক গত আট মাস ধরে ‘দ্য কপিল শর্মা শো’-এর অপেক্ষা করছেন।সেই অপেক্ষার শেষ হবে খুব শীঘ্রই।এমনটাই শোয়ের অন্দরমহল সূত্রে খবর।
আরও পড়ুন – অক্ষয়-বাণীর রোম্যান্স