বড়পর্দায় ধামাল মাচানোর পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘বেলবটম’।দ্বিতীয় লকডাউনের পরে হলে মুক্তিপ্রাপ্ত প্রথম বিগবাজেট ছবি ছিল রঞ্জিৎ এম তিওয়ারি পরিচালিত এই স্পাই থ্রিলারই।গত ১৯ অগস্ট বড়পর্দায় মুক্তি পেয়েছে ছবি।করোনা পরিস্থিতি খানিকটা আয়ত্তে এলেও এখনও হলে ছবি দেখতে সেইভাবে ভীড় জমাচ্ছে না দর্শকরা।তবে রূপোলি পর্দার অকালের দিনে ‘বেলবটম’-এর বক্সঅফিস কালেকশনে একটু হলে হাসি ফুটেছে সিনেপ্রেমীদের মুখে।ইতিমধ্যেই ছবির বক্সঅফিস কালেকশন প্রায় পঞ্চাশ কোটির মতো।এখনও বহু সিঙ্গলস্ক্রিন ও মাল্টিপ্লেক্সে রমরমিয়ে চলছে অক্ষয় কুমারের ‘বেলবটম’।তবে এখনও ছবি দেখে উঠতে পারেননি খিলাড়ি কুমারের বহু ভক্তই।তাঁদের জন্য ট্যুইট করে সুখবর দিলেন খিলাড়ি কুমার নিজেই।আগামী ১৬ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘বেলবটম’।
আরও পড়ুন – ‘দেখতেই হবে বেলবটম’
অবশ্য বড়পর্দায় মুক্তি পাওয়ার আগেই জানা গিয়েছিল ওটিটিতেও শীঘ্রই শুরু হবে ছবির স্ট্রিমিং।শোনা গিয়েছিল অগস্টের শেষ সপ্তাহেই ওটিটি প্ল্যাটফর্মে ‘বেলবটম’-এর স্ট্রিমিং শুরুর সিদ্ধান্ত নিয়েছিলেন প্রযোজক বাসু ভাগনানি।কিন্তু শেষ পর্যন্ত অক্ষয় কুমারের অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে নাকি পিছিয়ে আসেন প্রযোজক। অবশেষে বড়পর্দার পাশাপাশি এবার ওটিটিতেও মুক্তি পাচ্ছে বেল বটম।এতেই দারুণ খুশি সিনেপ্রেমীরা।
আরও পড়ুন – ‘বেলবটম’-এর হাত ধরেই শাপমুক্তি?